ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের নতুন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। সাদা কাগজে হাতে লেখা ইস্তফাপত্র দেওয়ায় প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছে। বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সরাসরি আক্রমণ শানিয়ে মন্তব্য করেন, “পশ্চিমবঙ্গে শুধু চিরকুটের চাকরিই হয় না, চিরকুটে ইস্তফাও হয়।”
তরুণজ্যোতির এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর কটাক্ষের কেন্দ্রে রয়েছে রাজ্যের কুখ্যাত ‘চাকরি চুরি’ দুর্নীতি, যেখানে চিরকুটে লেখা নামের ভিত্তিতে বহু অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিল বলে অভিযোগ। এই প্রসঙ্গে তরুণজ্যোতি সন্দেহ প্রকাশ করে বলেন, লেটার প্যাড ছাড়া সাদা কাগজে ইস্তফা দেওয়ায় অরূপ বিশ্বাস পরে তাঁর সিদ্ধান্ত অস্বীকারও করতে পারেন।
‘খেলা’ হাতে নিলেন মমতা: লেটার প্যাড নিয়ে কটাক্ষ
তরুণজ্যোতি তিওয়ারি এখানেই থামেননি। রাজ্যের অর্থ দফতর নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিঁধেছেন। তিনি ব্যঙ্গ করে বলেন, “পশ্চিমবঙ্গের অর্থ দফতর মুখ্যমন্ত্রীর অধীনে। আমি উনাকে অনুরোধ করব, সরকারি মন্ত্রীদের জন্য কিছু লেটার প্যাড বানিয়ে দেওয়ার টাকা যেন স্যাংশন করা হয়।” তাঁর কথায়, পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ নথির জন্য অন্তত সরকারি লেটার প্যাডের ব্যবস্থা থাকা উচিত।
এরপর তিনি আরও আক্রমণাত্মক হয়ে বলেন, “এইটুকুর জন্য টাকার অভাব হবে না। একটা চাকরি বিক্রি করলেই হয়ে যাবে—সব মন্ত্রীর জন্য অনেক অনেক কাগজ।” এই মন্তব্যে তিনি সরাসরি শাসকদলের দিকে চাকরি দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে ধরেন, যা তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তৃণমূলের পালটা জবাব, বিরোধীদের গ্রেফতারির দাবি
রাজনৈতিক মহলের একাংশের দাবি, অরূপ বিশ্বাসের পদত্যাগপত্রের ধরন—অর্থাৎ সাদা কাগজে হাতে লেখা চিরকুট—পুরো বিষয়টিকেই অপ্রয়োজনীয়ভাবে নাটকীয় করে তুলেছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমালোচনার তীব্র প্রতিবাদ করা হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিরোধীদের কটাক্ষকে ‘অযথা কুৎসা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন।” কুণাল ঘোষের দাবি, পদত্যাগের সিদ্ধান্তটি অরূপ বিশ্বাসের ব্যক্তিগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে নেওয়া হয়েছে এবং চিঠির ফরম্যাট নিয়ে কটাক্ষ করে বিরোধীরা আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে বিরোধী শিবির অবিলম্বে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করার দাবি তুলেছে।