মোদিকে ‘অসাধারণ বন্ধু’ আখ্যা, ভারতকে ইন্দো-প্যাসিফিকের ‘কৌশলগত অংশীদার’ বললেন ট্রাম্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফের একবার জোরদার প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি অফিসিয়াল পোস্টে ভারতকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেল থেকে এদিন প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা সম্বলিত একটি পোস্ট করা হয়। পোস্টে ভারতকে ‘আশ্চর্যজনক দেশ’ বলে উল্লেখ করে বিশ্বের সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে ভারতের স্থানকে বিশেষভাবে প্রশংসা করা হয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে করা পোস্টে ট্রাম্পের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে: ‘‘বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার বিকাশ ক্ষেত্র হল ভারত। আশ্চর্য এই দেশ এবং আমেরিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের অসাধারণ বন্ধু। -প্রেসিডেন্ট জে ট্রাম্প’’।

উল্লেখ্য, কিছুদিন আগে ট্যারিফ (শুল্ক) সংক্রান্ত বিষয় নিয়ে ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। তবে সাম্প্রতিককালে সেই ‘খরা’ কাটিয়ে সম্পর্ক মসৃণতার দিকেই এগোচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের ধারণা, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং বাণিজ্য চুক্তির জট কাটাতে ট্রাম্প প্রশাসন ফের ইচ্ছুক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে পারেন বলে জল্পনা সৃষ্টি হয়েছে। যদিও এই সফর নিয়ে এখনও দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy