খসড়া ভোটার তালিকায় নাম আছে তো? বাড়িতে বসেই এক চেক করুন, এই ‘অ্যাপ’ -এ

আজ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ SIR-এর বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন ভোটারদের দ্রুত এই তালিকায় নিজেদের নাম যাচাই করার জন্য অনুরোধ জানিয়েছে। তবে নাম দেখার জন্য আর ওয়েবসাইট বা অফিস পাড়ায় ঘোরার দরকার নেই, আপনার স্মার্টফোনেই একটি অ্যাপের মাধ্যমে এই কাজ সেরে নিতে পারবেন।

নির্বাচন কমিশনের সেই বিশেষ অ্যাপটির নাম হলো ECINET। এই অ্যাপেই খুব সহজে আপনি খুঁজে নিতে পারবেন খসড়া ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না।

অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন? আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোর (Google Play Store) বা অ্যাপেল স্টোর (Apple Store)-এ যান। সার্চ অপশনে গিয়ে ECINET লিখে অনুসন্ধান করলেই অ্যাপটি পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করার পরই আপনি নিজের নাম খোঁজা শুরু করতে পারেন।

নাম খোঁজার সহজ পদ্ধতি: ECINET অ্যাপে নাম খোঁজা খুবই সহজ, নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হলো: ১. প্রথমে অ্যাপটি খুলুন। ২. হোম পেজেই দেখতে পাবেন ‘সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট’ (Search Your Name In Voter List) বলে একটি অপশন। ৩. এই অপশনটিতে ক্লিক করুন। ৪. এরপর সেখানে থাকা একাধিক বিকল্প ব্যবহার করে আপনি সহজেই আপনার নাম খুঁজে নিতে পারবেন।

কোন কোন তথ্য দিয়ে খোঁজা যাবে নাম? অ্যাপে নাম অনুসন্ধানের জন্য চারটি বিকল্পের সুবিধা রয়েছে:

  • ভোটার আইডি কার্ড নম্বর (EPIC): আপনার ভোটার কার্ডের EPIC নম্বর দিয়ে সরাসরি সার্চ করতে পারেন।

  • ব্যক্তিগত তথ্য (Search By Details): এই অপশনে ক্লিক করে আপনার নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিয়ে নাম খুঁজতে পারেন।

  • মোবাইল নম্বর (Search By Mobile): রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করেও আপনি আপনার নাম খুঁজে নিতে পারবেন।

  • বার কোড/কিউআর কোড (QR Code): ভোটার কার্ডে থাকা বার কোড বা কিউআর কোড স্ক্যান করেও দ্রুত নাম দেখা যাবে।

অফলাইন এবং অনলাইন বিকল্প: যারা অ্যাপ বা অনলাইনে ততটা স্বচ্ছন্দ নন, তারা নিজের এলাকার বিএলও (BLO) বা বিএলএ (BLA)-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে খসড়া তালিকার কপি থাকবে। এছাড়া, এলাকার রাজনৈতিক দলগুলোর থেকেও এই বিষয়ে সাহায্য নিতে পারেন।

অন্যদিকে, যারা অ্যাপ ডাউনলোড করতে চান না, তারা eci.gov.in ওয়েবসাইটে গিয়েও একই পদ্ধতি অনুসরণ করে (EPIC, ডিটেলস, বা মোবাইল নম্বর দিয়ে) নিজেদের নাম যাচাই করে নিতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy