মেসি-সফরের বিশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, গেরুয়া পতাকা দেখেই ‘পরিকল্পিত অশান্তির’ অভিযোগ তৃণমূলের, পাল্টা জবাব বিজেপির

লিওনেল মেসির (Lionel Messi) সফর ঘিরে যুবভারতীতে শনিবারের বিশৃঙ্খলার পর থেকেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বাগ্‍‍‍যুদ্ধ। দর্শক শূন্য হাতে বাড়ি ফেরা এবং পুলিশের লাঠিচার্জের মাঝে স্টেডিয়ামের ভেতরে গেরুয়া পতাকা দেখতে পাওয়ায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এখন চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা।

কুণাল ঘোষের অভিযোগ: ‘শকুনের রাজনীতি’

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই ঘটনাটিকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছেন। তিনি তীব্র ক্ষোভের সুরে বলেছেন, “ক্ষোভের বহিঃপ্রকাশ একরকম কিন্তু যাঁরা পরিকল্পিতভাবে এখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করল, যুবভারতীতে ভাঙচুর করল তাঁরা ক্রীড়াপ্রেমী হতে পারে না।”

সোশ্যাল মিডিয়ায় তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন:

“বাংলা-বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যেকোনও সীমা ছাড়াতে পারে। আজ আমরা দেখেছি বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা মাঠে ঢুকে উসকানি দিতে ও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা গেরুয়া পতাকা বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা বিশৃঙ্খলা করছিল। শকুনের রাজনীতি করেছে।”

সুকান্ত মজুমদারের পাল্টা জবাব: ‘পুরোটাই তৃণমূলের প্ল্যান’

অন্যদিকে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন। তিনি কটাক্ষের সুরে বলেছেন, এই বিশৃঙ্খলার ঘটনা পুরোটাই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা

তিনি বলেন:

“আগেও তৃণমূল এমন ভিডিয়ো ছেড়েছিল যেখানে গলায় গেরুয়া কাপড় দিয়ে কিছু লোক সুকান্ত মজুমদার গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি ওরা তৃণমূলের লোক ছিল। আসলে পুরোটাই ফাঁস হয়ে গিয়েছে। এটাও তৃণমূল করেছে পুরো প্ল্যান করেই। যদি জয় শ্রীরাম স্লোগান দেওয়ারই ছিল তাহলে তো ঘটনা ঘটার আগেই দিতে পারতো। ঘটনা ঘটার পর কেন ওই স্লোগান দেবে? পুরোটাই আসলে প্ল্যান করে করা হয়েছে।”

মেসি-সফরের অব্যবস্থাপনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে এবং মূল উদ্যোক্তাকে গ্রেফতার করেছে। এর মধ্যেই গেরুয়া পতাকা এবং রাজনৈতিক স্লোগানের অনুপ্রবেশ রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy