লিওনেল মেসির সফর ঘিরে যুবভারতীতে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থার অভিযোগে যখন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার, ঠিক তখনই সন্ধ্যায় সেই যুবভারতী স্টেডিয়ামকে কেন্দ্র করে আরও একটি বড় বিতর্ক দানা বাঁধল। রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস স্টেডিয়ামে পৌঁছনোর চেষ্টা করলে তাঁকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।
‘আলো নিভিয়ে দেওয়া হয়েছে’
শনিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন যুবভারতীতে পৌঁছন, তখন মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব সবে শেষ হয়েছে। রাজ্যপালের অভিযোগ, তিনি স্টেডিয়ামের ৩ নম্বর গেটে পৌঁছনোর পরই আলো নিভিয়ে দেওয়া হয়, যার ফলে তিনি মাঠে প্রবেশ করতে পারেননি।
ক্ষুব্ধ রাজ্যপাল প্রশ্ন তোলেন, “বাংলা কি এভাবেই রাজ্যপালকে ট্রিট করে?”
রাজ্যপাল বোস আরও জানান, “আমার এডিসিকে বলা হয়েছিল ৩ নম্বর গেটে আসতে। আমি সেই রকমই এসেছি। সাংবিধানিক প্রধানকে আটকানোর চেষ্টা।”
কড়া পদক্ষেপের নির্দেশ
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল বলেন, তাঁর কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি রয়েছে। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধানকে প্রবেশে বাধা দেওয়ার এই চেষ্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, মেসি-সফর ঘিরে অব্যবস্থাপনা এবং রাজ্যপালের সঙ্গে এই ‘অদ্ভুত আচরণ’—দুই ঘটনাতেই রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।