লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরকে ঘিরে কলকাতায় যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছিল, চূড়ান্ত অব্যবস্থা এবং বিশৃঙ্খলায় তা নিমেষে বিপর্যয়ে পরিণত হয়। সময়ের আগেই তারকা ফুটবলার মাঠ ছাড়ার পরই ক্ষুব্ধ দর্শক গ্যালারি থেকে মাঠে নেমে আসেন, চেয়ার ভাঙচুর এবং বোতল ছোড়ার মতো ঘটনা ঘটে।
এই বেনজির বিশৃঙ্খলার ঘটনায় এবার কড়া আইনি পদক্ষেপ নিল পুলিশ। দুটি স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলা রুজু করা হয়েছে।
শতদ্রু দত্ত গ্রেফতার, রুজু একাধিক জামিন অযোগ্য মামলা
সূত্রের খবর, এই ঘটনায় শনিবার রাতেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মূলত দুটি পৃথক মামলা দায়ের করেছে:
-
আয়োজকদের বিরুদ্ধে মামলা: চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে আয়োজকদের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। এই মামলাতেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে।
-
অজ্ঞাতপরিচয় দর্শকদের বিরুদ্ধে মামলা: মাঠের মধ্যে তাণ্ডব চালানোর অভিযোগে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে।
গুরুতর অভিযোগের ধারা
অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে রুজু করা মামলায় গুরুতর আঘাত, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে। এটিই ইঙ্গিত দিচ্ছে, মাঠের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাইছে প্রশাসন।
সূত্রের খবর, ধৃত শতদ্রু দত্তকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই উপলক্ষে বিধাননগর আদালত চত্বরে পুলিশ ও RAF-এর কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
এদিকে লেক ক্লাবে বাগ্যুদ্ধ
অন্যদিকে, এই উত্তপ্ত রাজনৈতিক এবং খেলার আবহের মধ্যেই শনিবার সন্ধ্যায় লেক ক্লাবে ক্যালকাটা ডিবেটিং সার্কল-এর উদ্যোগে একটি বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পক্ষে-বিপক্ষে যুক্তির মাধ্যমে জমজমাট বাগ্যুদ্ধ চলে।