বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কলকাতা ও হায়দরাবাদ সফরের পর আজ, ১৪ ডিসেম্বর, তিনি তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডি’পলকে নিয়ে মুম্বইয়ে যাবেন। তবে মেসির সফরের মতোই চমকপ্রদ হলো তাঁর আগমনী যান—ব্যক্তিগত প্রাইভেট জেট গাল্ফস্ট্রিম ভি (Gulfstream V)।
বিমানটির আনুমানিক বাজার মূল্য ১৩৬ কোটি টাকা। এই জেটটি কোনো সাধারণ বিমান নয়, বরং বিশ্বের অন্যতম বিলাসবহুল লং রেঞ্জ বিজনেস জেট (Long Range Business Jet) হিসেবে পরিচিত।
গাল্ফস্ট্রিম ভি-এর বিশেষত্ব:
-
নন-স্টপ ভ্রমণ: এই জেটটি নন-স্টপ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে যাওয়ার ক্ষমতা রাখে।
-
হাই অল্টিটিউড: এটি এয়ার ট্রাফিক এড়াতে সক্ষম এবং অতি উচ্চতায় উড়তে পারে।
-
বিলাসবহুল ইন্টেরিয়র: বিলাসবহুল এই বিমানে রয়েছে অনেকটা জায়গা এবং ব্যক্তিগত কেবিন।
-
সিট এবং বেড: মেসির এই বিমানে মোট ১৪টি সিট রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ৭টি বিছানায় পরিবর্তিত করে নেওয়া যায়।
সাধারণত গাল্ফস্ট্রিম জেটের দাম ৯ মিলিয়ন ডলার থেকে ১৪ মিলিয়ন ডলারের মধ্যে শুরু হলেও, নতুন ভ্যারিয়েন্টের দাম ৪০ মিলিয়ন ডলারের বেশি হয়। শুধু বিমানের ক্রয়মূল্যই নয়, এর রক্ষণাবেক্ষণের খরচও বছরে কয়েক মিলিয়ন ডলার।
আজকের সফরসূচি ও মোদীর সঙ্গে সাক্ষাৎ
কলকাতা এবং হায়দরাবাদ ঘুরে আজ মুম্বইয়ে পা দেবেন মেসি। সেখানে তাঁর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর এবং বলিউডের সেলিব্রেটিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সোমবার দিল্লিতে মেসির ভারত সফর শেষ হবে। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, যদিও সরকারিভাবে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।