পূর্ব মেদিনীপুরের খেজুরিতে চাঞ্চল্য! সাতসকালে ধানের জমি থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, শ্বাসরোধ করে হত্যার অনুমান

শীতের সকালে এক মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায়। এদিন সকালে খেজুরির বীরবন্দরের অজয়া গ্রামের ফাঁকা বাঁধের গোড়ায় ধানের জমির পাশে এক অজ্ঞাতপরিচয় যুবকের নিথর দেহ উদ্ধার হয়।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, যুবককে শ্বাসরোধ করে অন্যত্র খুন করা হয়েছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহটিকে খেজুরির অজয়া গ্রামে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

ধানের জমিতে অনাবৃত দেহ

এদিন সকালে গ্রামের ফাঁকা বাঁধের ধারে ধানের জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত যুবকের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ছিল। এই দৃশ্য দেখে এলাকায় শোরগোল পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ।

স্থানীয়রা জানাচ্ছেন, এই ঘটনা এলাকার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অজ্ঞাত পরিচয় এই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ ও খুনের কিনারা সম্ভব হবে। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে খেজুরির অজয়া গ্রামে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy