শাহজাহান-মামলার সাক্ষীকে খুনের চেষ্টা, এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার-সহ ২

শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া এফআইআর-এর তদন্তে নেমে পুলিশ এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতরা হলেন রুহুল কুদ্দুস তরফদার এবং উত্তম সর্দার। শুক্রবার রাতে রুহুলকে গ্রেফতার করা হয় ন্যাজাট থানার সরবেড়িয়া এলাকা থেকে। অন্যদিকে, শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তম সর্দারকে ধরা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানার হাতিশালা থেকে।

৯ দিনের পুলিশি হেফাজত

শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

  • সরকারি আইনজীবীর বক্তব্য: সরকারি আইনজীবী অরুণ কুমার পাল আদালতে জানান, এফআইআর কপিতে ধৃতদের নাম সরাসরি উল্লেখ না থাকলেও, তাঁদের বিরুদ্ধে এই চক্রান্তে জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ পুলিশের হাতে রয়েছে।

  • উত্তমের পরিচিতি: ধৃত উত্তম সর্দার এর আগে সিবিআই-ইডির উপরে হামলার অভিযোগেও গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘদিন জেল খেটেছেন। এবার তাঁকে ফের গ্রেফতার করায় রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

বিজেপি নেত্রীর অভিযোগ

এই গ্রেফতারি নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র। তিনি অভিযোগ করেন, ঘটনার পিছনে অনেক বড় মাথা রয়েছে এবং পুলিশ আসলে তাঁদের আড়াল করার চেষ্টা করছে।

রেখা পাত্র বলেন, “যে ট্রাক চাপা দিয়ে পালিয়ে গেল তাঁকে তো পুলিশ এখনও গ্রেফতার করতে পারল না। আসলে ছোট ছোট মাথাগুলিকে গ্রেফতার করে বড় বড় মাথাগুলিকে ছেড়ে রেখে দিয়েছে। সন্দেশখালির পুলিশ-প্রশাসন আসলে তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে।”

পুলিশ এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রান্তের সঙ্গে যুক্ত বাকি ৮ জনের (যাদের মধ্যে শাহজাহান এবং তাঁর স্ত্রীও রয়েছেন) হদিশ পেতে চাইছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy