লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তার জেরে রাজ্য সরকার এবং প্রশাসনের ওপর নজিরবিহীন চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, রাজ্যপাল দ্রুত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
রণক্ষেত্র যুবভারতী: ভাঙচুর ও আগুন
ক্ষুব্ধ দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীকে কার্যত রণক্ষেত্রে পরিণত করে। ভক্তদের অভিযোগ, ভিআইপি মন্ত্রী-কর্তাদের ঘেরাটোপের কারণে তাঁরা এক ঝলকও মেসিকে দেখতে পাননি। ক্ষোভের জেরে স্টেডিয়ামের চেয়ার ও স্ক্রিন ভাঙচুর করা হয়। এমনকি বিশিষ্ট অতিথিদের জন্য রাখা সোফাতেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিমানবন্দর থেকে গ্রেফতার উদ্যোক্তা
পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। শনিবার বিমানবন্দর থেকে গোটা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল।
এছাড়াও, আগত দর্শকদের মধ্যে যারা হতাশ হয়েছেন, তাঁদের টিকিটের টাকা দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে উদ্যোক্তা সংস্থাকে পরামর্শ দিয়েছে পুলিশ।
এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নির্দেশে এই কান্ডের তদন্ত এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই সকলের নজর।