সাম্প্রতিককালে বিবাহবিচ্ছেদ মানেই যেখানে আকাশছোঁয়া খোরপোশ আর আর্থিক ক্ষতিপূরণের দাবি, সেখানে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সাক্ষী থাকল এক বিরল এবং নজিরবিহীন মামলার নিষ্পত্তির। প্রাক্তন স্বামীর থেকে এক টাকাও খোরপোশ বা আর্থিক ক্ষতিপূরণ নিলেন না এক মহিলা। এমনকি, বিয়েতে শাশুড়ির কাছ থেকে উপহার পাওয়া সোনার বালা দু’টিও ফিরিয়ে দিলেন তিনি।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। শুনানি শেষে গোটা ঘটনাকে বিচারপতিরা ‘আজকের দিনে নজিরবিহীন’ এবং ‘বিরল নিষ্পত্তি’ বলে উল্লেখ করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন স্বামীর কাছ থেকে কোনও রকম খোরপোশ চাননি ওই মহিলা। তাঁর আইনজীবী বেঞ্চকে জানান, “ডিভিশন বেঞ্চ আশা করেছিল আমার মক্কেল হয়তো তাঁর স্ত্রীধন অর্থাৎ বিয়ের সময় পাওয়া সামগ্রীগুলি চাইবেন। কিন্তু ওনার হাতে থাকা দু’টি সোনার বালাও, যা তাঁর শাশুড়ি দিয়েছিলেন, সেগুলি তিনি ফিরিয়ে দিয়েছেন।”
মামলার এই নিষ্পত্তি দেখে বিচারপতি জেবি পারদিওয়ালা আবেগাপ্লুত হয়ে বলেন, “এই মামলা সত্যি বিরল। নিজের অতীত ভুলে যান। আগামীর জন্য আপনাকে শুভেচ্ছা।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলা সেই সব পুরুষের জন্য এক আলোকবিন্দু, যারা আকাশছোঁয়া খোরপোশের ভয়ে বিবাহবিমুখী হচ্ছেন। দাবিহীনভাবে এই মামলার নিষ্পত্তি প্রমাণ করে দিল যে, মানবিক মূল্যবোধ ও সম্মান আদালতের এজলাসেও বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারে।