ফুটবল তারকা লিওনেল মেসির সংবর্ধনা অনুষ্ঠান শেষ হতেই নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন। মেসি মাত্র ১০ মিনিটের মধ্যে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর চরম হতাশায় ফেটে পড়েন দর্শকরা। গোটা স্টেডিয়ামে সৃষ্টি হয় ভয়ঙ্কর পরিস্থিতি।
উপস্থিত দর্শকদের একটাই ক্ষোভ—হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও তাঁরা মেসিকে দেখতে পেলেন না। ক্ষোভের বশে স্টেডিয়ামের চেয়ার উপরে ফেলা হয়, তোরণ ভেঙে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় তাণ্ডব চলে। এই বিশৃঙ্খলার মধ্যেই বেশ কিছু দর্শক আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্যগুলি থেকেও বহু ফুটবলপ্রেমী মেসিকে এক ঝলক দেখার জন্য ছুটে এসেছিলেন কলকাতা। কিন্তু আয়োজকদের অব্যবস্থার জেরে চরম হতাশা নিয়ে ফিরতে হলো সকলকে।
এই নজিরবিহীন অব্যবস্থার জেরে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার পর গোটা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শতদ্রু দত্ত মেসির সঙ্গেই হায়দ্রাবাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এই ঘটনার পর রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর পর্যন্ত তীব্র চাপানউতোর শুরু হয়েছে। দর্শক ও ভক্তদের মধ্যে টাকা ফেরতের দাবিও জোরালো হয়েছে।