অবসরপ্রাপ্ত বায়ুসেনা অফিসারের বিরুদ্ধে পাক গুপ্তচরবৃত্তির অভিযোগ, তেজপুরে গ্রেফতার প্রাক্তন কর্মী

দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি পাকিস্তানে পাচারের অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত জুনিয়র ওয়ারেন্ট অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। অসমের তেজপুর থেকে ধৃত ওই ব্যক্তির নাম কুলেন্দ্র শর্মা। পাকিস্তানের গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে।

সোন্তিপুরের ডেপুটি পুলিশ সুপার হরিচরণ ভূমজি জানিয়েছেন, তেজপুরের বাসিন্দা কুলেন্দ্র শর্মাকে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে শুক্রবার তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ, অভিযুক্ত কুলেন্দ্র শর্মা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষত হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছেন। তাঁর মোবাইল ফোন ঘেঁটে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও ঠিক কোন সময়ে এই তথ্য আদান প্রদান হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

কুলেন্দ্রর বিরুদ্ধে তেজপুর সদর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৪৭, ১৪৮, ১৫২, ২৩৮ এবং ৬১(২) ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত আদালতে তোলা হবে। গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের দাবি, ফোন এবং ল্যাপটপ থেকে কিছু তথ্য মুছে ফেলা হয়েছে, তাই বিস্তারিত ফরেন্সিক বিশ্লেষণের প্রয়োজন।

জানা গিয়েছে, কুলেন্দ্র শর্মা ২০০২ সালে অবসর গ্রহণের আগে তেজপুরের সালোনিবাড়িতে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে ওয়ারেন্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগে কাজ শুরু করেন। পুলিশ সূত্রে খবর, কুলেন্দ্রর সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগের নিশ্চিত প্রমাণ না মিললেও, তাঁর সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলি থেকে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, এর আগে মোটা টাকার বিনিময়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গোপন খবর পাচারের অভিযোগে রাজস্থানের সিআইডি জয়সলমের থেকে হানিফ খান নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy