ফুটবলের জাদুকর লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে গোটা ভারতবর্ষে উদ্দীপনা ছিল বাঁধনছাড়া। যদিও মধ্যরাতে তাঁর কলকাতায় পা রাখার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, তবুও মেসি ভক্তদের পক্ষ থেকে তাঁর জন্য তৈরি হয়েছিল এক বিশেষ মিষ্টি উপহার।
ফুটবল আকৃতির ‘স্পেশাল মোয়া’
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী রাজেশ দাস মেসি ভক্তদের অর্ডার মেনে তৈরি করেছিলেন ৬ কেজি ওজনের ফুটবল আকৃতির একটি বিশেষ ‘জয়নগরের মোয়া’। গত তিন দিন ধরে নীরবে তৈরি করা এই মোয়াটির আনুমানিক বাজার মূল্য ছিল পাঁচ হাজার টাকা।
মেসি ভক্তদের জন্য প্রস্তুত করা এই মোয়ার উপকরণ সম্পর্কে রাজেশ দাস জানান, “লিও মেসির জন্য স্পেশাল ৬ কেজি ওজনের এই মোয়াটি নলেন গুড় এবং কনকচুর ধান দিয়ে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়েছে এবং সুগার কোয়ালিটি মেন্টেন করা হয়েছে।”
মোয়া পৌঁছনো নিয়ে উৎকণ্ঠা
শনিবার নির্ধারিত কর্মসূচী অনুযায়ী দুপুরের পরই মেসির হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই বিশেষ মোয়াটি নিয়ে কলকাতার পথে রওনা দিলেও, যুবভারতীর অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলার খবর শুনে চিন্তায় পড়েছেন ব্যবসায়ী রাজেশ দাস।
রাজেশ দাস বলেন, “সংবাদ মাধ্যমে যে খবর শুনছি আমরা, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যুবভারতীতে। আমার মোয়া কি পৌঁছাবে ফুটবলের জাদুকরের হাতে! সেই নিয়ে চিন্তায় রয়েছি।” এই মোয়া কি শেষ পর্যন্ত লিও মেসির হাতে পৌঁছেছে, নাকি রাজ্যের এই প্রসিদ্ধ মিষ্টির স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত থাকলেন তিনি—এই নিয়ে জল্পনা তুঙ্গে।