অতিরিক্ত কাজের চাপ ও ‘মানসিক অত্যাচার’, আর কাজ করবেন না, দাবি তুলে সালানপুর BDO অফিসের বাইরে BLO-দের বিক্ষোভ

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ প্রায় শেষ পর্যায়ে এসেও প্রতিদিন নতুন নতুন কাজের দায়িত্ব দেওয়ায় মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। ‘অমানবিক মানসিক অত্যাচার’ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। এর প্রতিবাদে এবং আর নতুন করে SIR-এর কাজ না করার দাবিতে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের একাংশ BLO শুক্রবার বিডিও (BDO) অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ করেন।

বিএলও-দের মূল অভিযোগ:

অবস্থান-বিক্ষোভ চালানো BLO-রা এদিন বিডিও-কে জানিয়েছেন, তাঁরা আর নতুন করে কোনো দায়িত্ব নিতে পারবেন না। তাঁদের মূল অভিযোগগুলি হলো:

  • প্রথম পর্বের কাজ: গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া SIR-এর এন্যুমারেশন ফর্ম ভোটারদের বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়া ও তা পুনরায় সংগ্রহ করার কাজ তাঁরা শেষ করেছেন। প্রয়োজনে ফর্ম ফিল-আপে সাহায্যও করেছেন।

  • ডিজিটালি তথ্য সংগ্রহ: পরবর্তী সময়ে BLO অ্যাপে সংগ্রহ করা ফর্মের তথ্য ডিজিটাইজড করতে বলা হয়। এই কাজ নিয়ে আপত্তি জানালেও তাঁরা তা সম্পন্ন করেন।

  • নতুন কাজের চাপ: এবার BLO-দের অভিযোগ, বেশ কিছু ভোটারের ফর্ম আবার নতুন করে পরীক্ষা করা এবং তাঁদের নথি সংগ্রহ করতে বলা হচ্ছে। এখানেই আন্দোলনকারী BLO-রা আপত্তি জানিয়েছেন।

  • অ্যাপে নিত্য নতুন আপডেট: BLO অ্যাপে প্রতিদিনই নতুন-নতুন আপডেট আসছে এবং সেগুলি আপডেট করার নির্দেশিকাও আসছে, যার ফলে BLO-রা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন।

বিক্ষোভকারীদের বক্তব্য:

বিএলও চন্দনা সাহা বলেন, “আমাদের প্রথমে ফর্ম দেওয়া এবং ফর্ম জমা নেওয়ার কথা ছিল। সেই কাজ করার পরে ডিজিটাইজেশন করতে বলা হয়েছে। এখন প্রতিদিনই অ্যাপে নতুন-নতুন আপডেট আসছে। আমরা এক মাস ধরে ভালো করে ঘুমোতে, খেতে পর্যন্ত পারিনি। আর আমাদের নতুন করে কোনো দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমরা ফর্ম জমা দিয়ে দিয়েছি। এরপর যদি কিছু করতে হয়, সেটা ওনারা করে নিন।”

আরেক বিএলও পূর্ণচন্দ্র মাজি বলেন, “আমরা আর কাজ করতে পারব না। আমরা ইতিমধ্যেই যা করার করে দিয়েছি। কিন্তু, তারপরেও নতুন করে আবার ভোটারদের কাছে গিয়ে নথি সংগ্রহ কিংবা তালিকা মিলিয়ে দেখা, এমন নানান নির্দেশিকা আসছে। সময় দেওয়া হচ্ছে খুব কম। ফলে এই সময়ের মধ্যে আর চাপ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”

বিডিও-র প্রতিক্রিয়া:

সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, “নির্বাচন কমিশন যেরকমভাবে নির্দেশিকা দিচ্ছে, আমরা সেটাই বিএলও-দের জানাচ্ছি। এক্ষেত্রে বিডিও হিসেবে আমার খুব একটা বিশেষ কিছু করার নেই। তবুও, বিএলও-দের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করে নিয়ে আসতে হবে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy