চিংড়িঘাটা মেট্রো নির্মাণে জট, বুধবার মেট্রো ভবনে জরুরি বৈঠকের নির্দেশ হাইকোর্টের

চিংড়িঘাটার মেট্রো নির্মাণের জট দ্রুত কাটাতে কলকাতা হাইকোর্ট এবার বৈঠকের দিনক্ষণও নির্দিষ্ট করে দিয়েছে। আদালত জানিয়েছে, আগামী বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে, এই বৈঠকে রাজ্য সরকার, মেট্রো কর্তৃপক্ষ এবং মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষ উপস্থিত থাকবে। বৈঠক শেষে একটি রিপোর্ট আদালতে পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের মন্তব্য ও নির্দেশ:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন, ‘‘বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন। জনস্বার্থের কথা ভেবে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’’ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৯ ডিসেম্বর।

বৃহস্পতিবারই এই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, ই-এম বাইপাসের চিংড়িঘাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের, বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে তিনটি স্তম্ভ নির্মাণের জট কাটাতে দ্রুত বৈঠক করতে হবে। শুক্রবার আদালত সেই বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy