নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোতেই তাঁর রক্তচাপ (প্রেসার) বেড়ে যায়। দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে নাকাশিপাড়া থানার সাহায্যে তাঁকে সঙ্গে সঙ্গে নদিয়ার বেথুয়াডহরির একটি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার পথে অসুস্থতা:
নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় দুই বছর জেলে ছিলেন। ইডির অভিযোগ অনুযায়ী, ওই দুর্নীতিতে তিনি অন্যতম প্রধান মুখ। ২০২২ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন।
বৃহস্পতিবার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সরকারি সভা ছিল। সেই সভায় যোগ দিতেই মানিক ভট্টাচার্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময়েই তিনি অসুস্থ বোধ করেন এবং তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে তিনি আপাতত চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকেরা তাঁর ওপর নিবিড় নজর রাখছেন।
হাইকোর্টের শর্তাবলী:
উল্লেখ্য, হাই কোর্ট বেশ কিছু কড়া শর্ত সাপেক্ষে মানিক ভট্টাচার্যকে জামিন দিয়েছে। শর্তগুলি হলো:
-
পাসপোর্ট জমা রাখতে হবে।
-
তদন্তে সাহায্য করতে হবে।
-
নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে।
-
তদন্তকারী অফিসারের কাছে তাঁর নম্বর জমা দিতে হবে।
-
কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।
-
আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না।