দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর উড়ান বিভ্রাট (Indigo Chaos) নিয়ে গুরুতর অভিযোগ আনল পাইলটদের সংগঠন। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP)-এর সভাপতি সিএস রণধাওয়ার দাবি, দেশজুড়ে যে হাজার হাজার ফ্লাইট বাতিল ও দেরিতে চলছে, তা আকস্মিক নয়—বছরের পর বছর ধরে চলা মারাত্মক সমস্যার ফল এবং এটি সম্পূর্ণভাবে ‘পূর্বপরিকল্পিত’।
পাইলটদের কাজের সময় বাড়ানোর চেষ্টা!
রণধাওয়ার অভিযোগ, বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এই সমস্যা ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে। তাঁর মতে, সংস্থার মূল মতলব হচ্ছে ‘ফ্লাইট ডিউটি টাইম’-এর সময়সীমা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা। এর মাধ্যমে তাদের লক্ষ্য হলো পাইলটদের দিয়ে তাঁদের কাজের সর্বোচ্চ সময়সীমা অতিক্রম করিয়ে আরও বেশি কাজ করানো।
গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইন্ডিগোর প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। এর ফলে আনুমানিক ৯ লক্ষ যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এই অবস্থায় বিমান সংস্থার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত এবং শীর্ষ পদাধিকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ জানানোর দাবি আরও জোরালো হচ্ছে।
ক্যাপ্টেন রণধাওয়ার দাবি, গত ২ ডিসেম্বর থেকেই ইন্ডিগো কর্তৃপক্ষ জানত যে কর্মী সংকট এবং সফটওয়্যার সমস্যার কারণে গোলযোগ আরও বাড়বে, কিন্তু সংস্থা কোনো পদক্ষেপ করেনি। তিনি এই ঘটনাকে ‘বেদনাদায়ক ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, যাত্রীদের কোটি কোটি টাকা গচ্চা যাওয়ার দায় কর্তৃপক্ষকে নিতে হবে এবং ইন্ডিগোর শীর্ষ পদাধিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, “এটা সামান্য কোনো ঘটনা নয়। যাত্রীদের সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে, তাই তার দায় সংস্থাকেই নিতে হবে।”