‘অনেক মহিলা আত্মতৃপ্তির জন্য কুকুরের সঙ্গে ঘুমায়!’ – কংগ্রেস সাংসদকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী তাঁর পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে যাওয়ায় যে বিতর্ক তৈরি হয়েছে, তারই মাঝে বিতর্কের আগুন উস্কে দিলেন বিহারের বিজেপি বিধায়ক প্রমোদ কুমার। তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তিনি নারীদের নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন।

বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য
মোতিহারি আসনের ৬ বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী প্রমোদ কুমার সম্প্রতি বিহার বিধানসভা অধিবেশন চলাকালীন এক ইউটিউবারের সঙ্গে কথা বলছিলেন। সেখানেই তিনি কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্তব্য করেন:

“অনেক মহিলা আত্মতৃপ্তির জন্য কুকুরের সঙ্গে ঘুমায়।”

তিনি আরও বলেন, “অনেকেরই কুকুরের সঙ্গে ঘুমানোর অভ্যাস আছে। মোবাইলে দেখবেন, অনেক নারী কুকুরের সঙ্গে ঘুমায়। কুকুরই তাঁদের জীবনের কেন্দ্রবিন্দুতে আছে। তাই তিনি নিজের কুকুরকে সঙ্গে নিয়ে গেছেন।”

আরজেডি-র তীব্র কটাক্ষ
এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিহারের প্রধান বিরোধী দল আরজেডি (RJD) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আরজেডি-র জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা ভারতী সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন তোলেন, “পালতু নেতারা” যখন মহিলাদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করেন, তখন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্ট হন?

মন্তব্যের ব্যাখ্যা দিলেন প্রমোদ কুমার
তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই বিজেপি বিধায়ক প্রমোদ কুমার দ্রুত এর ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

প্রমোদ কুমারের দাবি: তিনি কোনও মহিলাকে অপমান করেননি এবং তাঁর হৃদয়ে ও মনে কারও প্রতি অসম্মান ছিল না।

আসল উদ্দেশ্য: তিনি বলেন, তিনি আসলে পাশ্চাত্য সভ্যতার প্রেক্ষাপটে বর্তমান সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তাঁর মূল বক্তব্য হলো, পাশ্চাত্য সংস্কৃতি যেন ভারতীয় সভ্যতায় আধিপত্য বিস্তার না করে।

সংসদে কুকুর নিয়ে যাওয়া অসম্মানজনক: তিনি আরও বলেন, সংসদ গণতন্ত্রের মন্দির, কেউ যদি সেখানে একটি কুকুর নিয়ে যায় তবে তা অসম্মানজনক।

যদিও বিধায়ক তাঁর বক্তব্যকে ‘পাশ্চাত্য সংস্কৃতি’র উদাহরণ হিসেবে তুলে ধরতে চেয়েছেন, কিন্তু তাঁর মন্তব্যের ভাষা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy