ভারত এবং দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের মাঝেই আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর (Retirement) ঘোষণা করলেন ভারতীয় দলের অভিজ্ঞ মিডিয়াম পেসার মোহিত শর্মা (Mohit Sharma)। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, তাঁকে আর আইপিএলেও (IPL) দেখা যাবে না।
জাতীয় দলের জার্সিতে মোহিত শর্মা ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন—যার মধ্যে ২৬টি ওয়ান ডে ও আটটি টি-২০ ম্যাচ। পাশাপাশি, এক দশকেরও বেশি সময় ধরে আইপিএলেও নিজের ছাপ রেখেছেন তিনি।
আবেগঘন বিদায়:
হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আজ আমার হৃদয় বিষণ্ণ কারণ সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি।” অবসরের পর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড, সতীর্থ ও হরিয়ানা ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
ক্যারিয়ারের উত্থান-পতন:
ধোনির আস্থা: একটি সময় ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন মোহিত এবং ২০১৫ বিশ্বকাপে তিনি ভারতীয় স্কোয়াডের অংশ ছিলেন। চেন্নাই সুপার কিংস (CSK) হোক বা জাতীয় দল, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ডেথ ওভারে বোলিং বৈচিত্র্য ও মুন্সিয়ানার জন্য বারবার তাঁর হাতে বল তুলে দিয়েছেন।
আইপিএল কেরিয়ার: ২০১১ সালে হরিয়ানার হয়ে রঞ্জি অভিষেক হওয়ার পর ২০১৩ সালে ধোনির চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে আইপিএল যাত্রা শুরু করেন তিনি। ২০১৪ সালে তিনি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে পার্পল ক্যাপ জেতেন। চেন্নাই ছাড়াও পাঞ্জাব এবং গুজরাত টাইটান্সেও খেলেছেন মোহিত।
লজ্জার রেকর্ড: গত বছর আইপিএলে গুজরাত টাইটান্সে খেলার সময় তিনি একটি লজ্জার রেকর্ড গড়েন। এক ম্যাচে ৭৩ রান দেন, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
সব ধরনের ক্রিকেটে ট্রফি জেতার স্বাদ না পেলেও, মোহিত শর্মা দীর্ঘদিনের ক্যারিয়ারে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে ক্রিকেটকে কার্যত নিঃশব্দে বিদায় জানালেন।