সাবধান পূর্ব বর্ধমানের বাসিন্দারা! জাল লটারির টিকিটে ছেয়ে গেছে জেলা, পুরস্কার নেই! CID-র হানায় গ্রেফতার ১

হাড়ভাঙা পরিশ্রমের পরেও আর্থিক অনটন থেকে মুক্তি না মেলায় যারা রাতারাতি কোটিপতি হওয়ার আশায় প্রতিদিন লটারির টিকিট কাটছেন, তাদের জন্য দুঃসংবাদ। অভিযোগ উঠেছে, পূর্ব বর্ধমান জেলায় জাল লটারির টিকিটে ছেয়ে গেছে বাজার। জাল টিকিট কাটার ফলে স্থানীয় মানুষরা পুরস্কার জেতার আশা থাকলেও তা হাতছাড়া হচ্ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কীভাবে ধরা পড়ল অভিযুক্ত?

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডে একটি লটারির দোকানে হানা দেয় সিআইডি (CID)। সেই অভিযানে প্রচুর সংখ্যক জাল লটারির টিকিট সহ রাজকুমার ঢালি ওরফে রাজু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, এই অভিযুক্ত লটারি বিক্রেতা মাসের পর মাস ধরে জাল লটারির টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণা করছিল।

সিআইডি ধৃতকে রায়না থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বাড়ি হাওড়ার জগৎবল্লভপুরে হলেও সে ইদানিং রায়না বাসস্ট্যান্ড চত্বরে বসবাস করত এবং লটারির টিকিট বিক্রি করতো। তার কাছ থেকে ভুটান লটারির প্রচুর জাল টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে নেমেছে জেলা পুলিশ:

রায়না থানার পুলিশ এখন এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই জাল টিকিট কিভাবে জেলায় আসছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। তদন্তের প্রয়োজনে আদালতের কাছে ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জেরা করা হবে।

রায়না বাসস্ট্যান্ডের আশেপাশের কৃষিজীবী বাসিন্দারা যারা নিয়মিত লটারির টিকিট কাটেন, তারা দিনের পর দিন প্রতারিত হচ্ছিলেন জেনে তাজ্জব। এই কারবারের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy