দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রেপো রেট কমানোর সিদ্ধান্তের পরই আরবিআই ‘বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে’ (BSBDA) নিয়মে বড়সড় রদবদল ঘোষণা করেছে, যা ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রাখা আরও সহজ এবং সস্তা হয়ে গেল।
নতুন নিয়মে বড় সুবিধা:
আরবিআই-এর এই সংস্কারের মূল লক্ষ্য হলো আরও বেশি মানুষকে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা।
সব সেভিংস অ্যাকাউন্টের সুবিধা: এখন থেকে সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কোনও স্পেশাল ক্যাটেগরি থাকবে না। অর্থাৎ, সব সেভিংস অ্যাকাউন্টেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা মিলবে এবং অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য কোনও ব্যাঙ্ক এখন আর গ্রাহকদের পেনাল্টি দিতে বাধ্য করতে পারবে না।
ফ্রি ডেবিট কার্ড ও চেকবই: গ্রাহকরা ডেবিট কার্ড এবং প্রতি বছর ২৫ পাতার চেকবই পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই কার্ডের জন্য কোনও বার্ষিক ফি লাগবে না।
ডিজিটাল লেনদেনে স্বস্তি: সবচেয়ে বড় স্বস্তি এসেছে ডিজিটাল লেনদেনে। এখন থেকে UPI, NEFT, RTGS বা IMPS লেনদেনগুলোকে মাসিক ৪টি ফ্রি উইথড্রয়ালের হিসাবে গোনা হবে না। বিশেষজ্ঞদের মতে, এটি গ্রামীণ ও আধা শহর এলাকায় ডিজিটাল পেমেন্টের ব্যবহার বহুগুণ বাড়িয়ে দেবে।
অ্যাকাউন্ট পরিবর্তনের সময়সীমা: আপনার যদি অন্য কোনও সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনি সেটিকে সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বদলাতে চান, তাহলে আপনার ব্যাঙ্ককে মাত্র ৭ দিনের মধ্যে তা করতে হবে।
তবে এটিও স্পষ্ট করা হয়েছে যে প্রতি গ্রাহক মাত্র ১টি করেই সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারবেন। সরকারের আশা, এই পদক্ষেপে দেশের বহু মানুষ বাড়তি খরচের হাত থেকে অব্যাহতি পাবেন এবং ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আসবেন।