নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রের স্থায়ী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। এর আগে তিনি সাময়িকভাবে প্যারোলে বা অন্তর্বর্তীকালীন জামিনে জেল থেকে মুক্তি পেয়েছিলেন। এবার তিনি স্থায়ী জামিন পেলেন।
জামিন মঞ্জুর করার সময় আদালত সুজয়কৃষ্ণ ভদ্রের উপর একাধিক শর্ত আরোপ করেছে। সেগুলির মধ্যে প্রধান হল—
পাসপোর্ট জমা রাখতে হবে।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডি-কে সম্পূর্ণ সাহায্য করতে হবে।
তদন্তকারী অফিসারকে স্থায়ী ফোন নম্বর দিয়ে রাখতে হবে।
কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।
সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করতে হবে।
উল্লেখ্য, সুজয়কৃষ্ণ ভদ্র প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এবার স্থায়ী জামিন পাওয়ায় তিনি জেল থেকে পুরোপুরি মুক্তি পেলেন।