সুন্দরবনের পাথরপ্রতিমার উপেন্দ্রনগরে বেশ কিছুদিন ধরে জারি থাকা বাঘের আতঙ্ক অবশেষে কমল। বনকর্মীদের প্রাথমিক অনুমান, লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটি এবার ধনচির জঙ্গলে ফিরে গিয়েছে। রামগঙ্গার রেঞ্জার শেখ কবীর হোসেন এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, “বাঘ ধনচির জঙ্গলে ফিরে গিয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” এই খবর পাওয়ার পর খুশি স্থানীয়রা।
যদিও এখনও সতর্ক অবস্থায় রয়েছে বনদফতর। বাঘটিকে ধরার জন্য সারারাত খাঁচা পেতে রেখেও সাফল্য মেলেনি। এমনকি কাজে আসেনি ছাগলের টোপও। বনকর্মীদের ধারণা, বাঘটি খুবই বুদ্ধিমান এবং বেশ কয়েকদিন ধরে সে বনকর্মীদের বোকা বানিয়েছে।
তবে হাল ছাড়েনি বনদফতর। বাঘটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে অভিজ্ঞ বনকর্মীদের নামানো হয়। পাশাপাশি, গ্রামবাসীদের বাঁচাতে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে লোকালয়ের দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাঘটি খাবারের সন্ধানে ঠাকুরান নদীর উল্টো দিকের ধনচি তথা ঢুলিভাসানীর জঙ্গল থেকে লোকালয়ের কাছাকাছি এসেছিল। যখন বাঘের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তখন বাঘটি উত্তর দিক থেকে সোজা দক্ষিণ দিকে তমলুকপাড়ার কাছে চলে আসে। বর্তমানে বাঘটি খাঁচাবন্দি না হওয়ায় মনে করা হচ্ছে সে উল্টো দিকের জঙ্গলে ফিরে গিয়েছে।
বাঘের ভয়ে মৎস্যজীবীরা জঙ্গলের খাঁড়ি ও নদীতে মাছ ধরতে যেতে পারছিলেন না। এখন বাঘের আতঙ্ক কাটায় স্থানীয়রা হাঁফ ছেড়ে বেঁচেছেন এবং আবার কাজে ফিরছেন। লোকালয় সংলগ্ন জঙ্গল এখনও জাল দিয়ে ঘেরা রয়েছে।