কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকের জন্য রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করল। ২০২২ সালে তৈরি করা এই অতিরিক্ত শূন্যপদগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
আদালতের নির্দেশ ও পর্যবেক্ষণ:
বিচারপতি বিশ্বজিৎ বসু অতিরিক্ত শূন্যপদগুলি বাতিলের নির্দেশ দিয়ে স্পষ্ট জানান:
অবৈধ ঘোষণা: আদালত পর্যবেক্ষণ করে যে, ২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই অতিরিক্ত শূন্যপদগুলি তৈরি করা হয়েছে। তাই এই শূন্যপদগুলি বৈধ নয় এবং এই পদে কোনো নিয়োগ করা যাবে না।
শূন্যপদের সংখ্যা: অতিরিক্ত তৈরি হওয়া শূন্যপদগুলির মধ্যে কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি শূন্যপদ ছিল।
রাজ্যের ক্ষমতার ব্যবহার: বিচারপতি বসু তাঁর পর্যবেক্ষণে বলেন,
“রাজ্য যদি তার নির্বাহী ক্ষমতা ইচ্ছেমতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারও অধিকার খর্ব করার জন্য রাজ্য তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারে না।”
দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর বিচারপতি বিশ্বজিৎ বসু এই নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন এবং অবশেষে শূন্যপদগুলি বাতিল করে দিলেন। আদালত জানিয়েছে, যদি অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতেই হয়, তবে নতুন করে শূন্যপদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হবে।