মধ্যবিত্ত পরিবারের ছেলের বড় স্বপ্ন। কলেজের প্রথম বছরেই ঠিক করে নিলেন—চাকরি নয়, নিজেই কোম্পানি তৈরি করবেন। বাবা ছিলেন স্কুলশিক্ষক, সংসার চলত কষ্টে। বাবার কাছ থেকে মাত্র ৫০০ টাকা নিয়ে জীবনের যাত্রা শুরু করেছিলেন কাঁথির সূর্যেন্দু বিকাশ কর। আজ তিনি ‘কার গ্রুপ অফ কোম্পানিজ’-এর মালিক, যার অধীনে রয়েছে চারটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ব্যবসার পরিমাণ ১৫০ কোটি টাকা।
শুরুর কঠিন লড়াই:
ক্ষুদ্র শুরু: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মানিকপুর গ্রামে বড় হওয়া সূর্যেন্দু ৫০০ টাকা নিয়ে একটি ছোট পশু খাদ্যের দোকান দিয়ে তাঁর ব্যবসা শুরু করেন।
ব্যর্থতা ও পরিযায়ী শ্রমিক: শুরুতে দোকানে বিক্রি হচ্ছিল না। এক সময় ব্যবসায় একের পর এক ধাক্কা আসায় তিনি বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের সন্ধানে। কিন্তু সেখানেও প্রতিটি দরজায় ‘নো ভ্যাকেন্সি’ দেখতে হয়। কয়েক মাস পর মন ভেঙে বাড়ি ফিরে আসেন।
ঘুরে দাঁড়ানো: বাড়িতে ফিরে তিনি ব্যবসাকে অন্যভাবে গুছিয়ে তোলেন। ধীরে ধীরে দোকানের গ্রাহক বাড়ে। ছোট দোকান বড় হতে শুরু করে।
বিশাল সাম্রাজ্যের উত্থান:
পশু খাদ্যের পাশাপাশি নতুন ব্যবসার দিকে নজর দেন সূর্যেন্দু বিকাশ কর। কয়েক বছরের মধ্যেই তাঁর ব্যবসা নতুন স্বপ্ন দেখতে শুরু করে।
কোম্পানির বিস্তার: বর্তমানে তিনি ‘কার গ্রুপ অফ কোম্পানিজ’-এর মালিক, যার অধীনে রয়েছে চারটি কোম্পানি। এর মধ্যে রয়েছে আধুনিক ফ্যাক্টরি, স্টার ক্যাটাগরির হোটেল এবং একাধিক স্টোর।
কর্মসংস্থান: তাঁর ১৫০ কোটি টাকার কোম্পানিতে ৪০০-রও বেশি কর্মী কর্মরত। একসময়ের ৫০০ টাকার দোকান আজ শত শত মানুষের রোজগারের উৎস হয়ে উঠেছে।
কাঁথির মাটিতে জন্ম নেওয়া এই উদ্যোগপতির গল্প এখন এলাকার তরুণদের কাছে এক অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন—পরিশ্রম, ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে ৫০০ টাকার দোকানও একদিন দেড়শ কোটি টাকার কোম্পানিতে পরিণত হতে পারে।