মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে বেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। ‘দল বিরোধী কাজের’ অভিযোগে সাসপেন্ড করা হলো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
তবে দল থেকে সাসপেন্ড হওয়ার পরই আরও বিস্ফোরক মন্তব্য করে তৃণমূলকেই পাল্টা আক্রমণ করেছেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীরের পালটা আক্রমণ:
সাসপেনশনের পর হুমায়ুন কবীর তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন:
“আমি ফিরহাদ হাকিমকে নেতা বলে মানি না।”
“আমাকে ডেকে এনে অপমান করা হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”
এর পরই হুমায়ুন কবীর চরম হুমকি দেন, “২২ ডিসেম্বর নতুন দল করে দেখিয়ে দেব।”
মুর্শিদাবাদের রাজনৈতিক মঞ্চে এই ঘটনা রাজ্যের শাসক দলের অন্দরে চলতে থাকা দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলল। মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে বিধায়কের বেরিয়ে যাওয়া এবং দলের দ্রুত সাসপেনশনের সিদ্ধান্ত—দুই তরফের বিবাদকে প্রকাশ্যে নিয়ে এসেছে।