রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলকার দুর্ঘটনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। অভিযোগ উঠেছে, ফিটনেস ফেল করা বহু গাড়ি এখনও স্কুল বাস বা পুলকার হিসেবে চলছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। উলুবেড়িয়ার সাম্প্রতিক ঘটনার পর দ্রুত পুলকার সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছে তারা।
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ২১ জুন ২০২৪ সালে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর করা হচ্ছে না। তাই এবার স্কুলবাস ও পুলকারের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা আনতে চলেছে রাজ্য সরকার। এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পরিবহণ, পুলিশ, শিক্ষা দফতর এবং অভিভাবকদের সঙ্গে যৌথ বৈঠক হবে।
গাড়ির মালিকদের জন্য কড়া নির্দেশিকা:
রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করতে চলেছে, তাতে গাড়ির মালিকদের জন্য নিম্নলিখিত বিষয়গুলি বাধ্যতামূলক করা হচ্ছে:
বৈধ কাগজ ও ফিটনেস: গাড়ির বৈধ কাগজ ও নিয়মিত ফিটনেস টেস্ট বাধ্যতামূলক।
ট্র্যাকিং ডিভাইস: লোকেশন ট্র্যাকিং ডিভাইস (GPS) বাধ্যতামূলক করা হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থা: গাড়িতে এমন সুরক্ষিত দরজা-জানালা রাখতে হবে যাতে ছাত্র-ছাত্রীরা হাত-মাথা বের করতে না পারে।
অন্যান্য ব্যবস্থা: বাইরে থেকে দৃশ্যমান কাচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার পর্যাপ্ত জায়গা, সিটবেল্টের ব্যবস্থা, ফার্স্ট এইড বক্স এবং আগুন যাতে না লাগে তার ব্যবস্থা (ফায়ার সেফটি) রাখতে হবে।
স্কুলের জন্য নতুন নিয়ম:
স্কুল পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার প্রতিটি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিকটবর্তী পরিবহণ অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং স্কুলের পরিবহণ সংক্রান্ত সমস্ত দায়িত্ব বহন করবেন।
এছাড়াও, স্কুলবাস বা পুলকারের ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শে বাণিজ্যিক গাড়ি ব্যবহার করতে হবে। পরিবহণ মন্ত্রী জানান, নির্দিষ্ট সময় অন্তর সব নিরাপত্তা ব্যবস্থা রিনিউ করা হবে।