বর্ষা এলেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে জল জমার সমস্যা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে হাওড়াবাসীর। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এবার হাওড়া পুরসভা রাস্তা উঁচু করার উদ্যোগ নিয়েছে। হাওড়ার বেলগাছিয়া, বেনারস রোড এবং পঞ্চানন তলা রোডের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা উঁচু করার কাজ চলছে।
পুরসভার এই পদক্ষেপে জলমগ্ন রাস্তার সমস্যা দূর হলেও, শহরের একাংশের মানুষ জানাচ্ছেন যে এতে তাঁদের ভোগান্তি কমছে না, বরং অন্য ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
বিশেষত, যেসব এলাকায় বর্ষায় জল জমে থাকে, সেই সমস্ত এলাকা চিহ্নিত করেই রাস্তা উঁচু করার কাজ শুরু হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন জগাছা স্টেশন রোড বা মহিয়ারী রোড উঁচু করার পরে দেখা গেছে—সেই গুরুত্বপূর্ণ রাস্তায় জমা জলের সমস্যা দূর হলেও, পার্শ্ববর্তী ছোট রাস্তা এবং বাড়িগুলিতে নতুন করে জল জমার সমস্যা শুরু হয়েছে।
মানুষের বাড়ির চৌকাঠ পর্যন্ত জল জমে যাচ্ছে, এবং এর ফলে কিছু কিছু স্থানে সমস্যা আরও তীব্র হয়েছে।
স্থানীয় বাসিন্দা সুজিত মিত্র এবং কৃষ্ণপদ সাহা জানান, “জল জমার সমস্যা ছিল ঠিকই, কিন্তু রাস্তা উঁচু করার ফলে নির্দিষ্ট স্থানে জলমুক্ত হলেও পার্শ্ববর্তী রাস্তাগুলিতে জল জমেছে। ফলে একাংশের মানুষের সুবিধা হলেও অন্য অংশের মানুষের অসুবিধা হচ্ছে।”
স্থানীয়দের স্পষ্ট দাবি, শুধুমাত্র রাস্তা উঁচু করে জমা জলের সমস্যার সমাধান সঠিক উপায় নয়। প্রকৃত সমস্যা সমাধানে রাস্তা উঁচু করার পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিক রাখা আবশ্যক। তবেই মানুষের দুর্ভোগ কমবে। প্রকৃত নিয়ম মেনে নিকাশি ব্যবস্থা ঠিক রেখে রাস্তা উঁচু করার এই দাবিতে স্থানীয় নাগরিকবৃন্দের পক্ষ থেকে জগাছা থানা সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তীতে পোস্টারও লাগানো হয়েছে।