টলিপাড়ার অন্দরে ইদানীং দুটি নাম নিয়ে জোর গুঞ্জন চলছে—অভিনেত্রী সৌরসেনী মিত্র এবং ব্যবসায়ী নিখিল জৈন। একসময় দু’জনের ঘনিষ্ঠতা আলোচনার কেন্দ্রে ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে।
গুঞ্জন থেকে প্রেম স্বীকার:
শুরুর সম্পর্ক: শোনা যায়, ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সময় তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। নিখিল তাঁকে নিজের ব্যবসার মুখপাত্র হিসেবেও তুলে ধরেছিলেন।
প্রকাশ্যে উপস্থিতি: বিভিন্ন পার্টি, অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি এবং গত বছরের নভেম্বরে ইডেন গার্ডেনে বিশ্বকাপ ম্যাচে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে প্রশ্ন উঠলেই তাঁরা দাবি করতেন—”উই আর জাস্ট ফ্রেন্ডস।”
সন্দেহের অবসান: ২০২৫ সালের প্রথম দিনেই যেন সব সন্দেহের অবসান হয়। সৌরসেনী নিজেই সোশ্যাল মিডিয়ায় নিখিলের বাহুলগ্না একটি ছবি পোস্ট করে লেখেন—“হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল।” টলিপাড়া সেই ছবি দেখে তাঁদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হয়।
দূরত্ব ও নতুন জল্পনা:
তবে ছবি পোস্টের পরই সম্পর্কে যেন হঠাৎ দূরত্ব তৈরি হতে শুরু করে। কারণ নিয়ে জল্পনা শুরু হলেও কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। এরই মধ্যে আবার গুঞ্জন ওঠে, সৌরসেনী নাকি তাঁর পুরনো প্রেমিকের কাছে ফিরে গিয়েছেন! যদিও এই বিষয়ে তিনি কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।
সৌরসেনীর ‘হুডি’ ইঙ্গিত:
সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। তাঁর একটি মন্তব্যই যেন সব আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে। হেসে তিনি বলেন,
“এবারের শীতে একটা জিনিস খুব মিস করব। বয়ফ্রেন্ডের হুডি চুরি করার অভ্যাসটা আর পূরণ হবে না। তাই মনে হয় এ বছর নিজেকেই একটা হুডি কিনতে হবে। কারও থেকে তো আর চুরি করা যাবে না।”
অভিনেত্রীর এই কৌতুকপূর্ণ মন্তব্যের পরই টলিউডে প্রশ্ন উঠেছে—তবে কি নিখিল জৈনের সঙ্গে প্রেমের অধ্যায়টি সত্যিই শেষ হয়ে গেল? নাকি আলোচনার ঝড় থামাতে এটি শুধুই একটি মজার ইঙ্গিত?
নিখিলের অতীতের দিকে নজর:
এই প্রসঙ্গে নিখিলের অতীতের সম্পর্কও বারবার ঘুরে আসছে। ২০১৯ সালে অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে তুরস্কে জাঁকজমকপূর্ণ বিয়েতে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সময় নুসরত দাবি করেন যে, বিশেষ বিবাহ আইন অনুযায়ী নিবন্ধন না হওয়ায় তাঁদের বিয়ে আইনগতভাবে বৈধ নয়।
পুরোনো সম্পর্কের অধ্যায়, নতুন গুঞ্জন এবং তার মাঝখানে সৌরসেনীর ‘হুডি’ নিয়ে এই ইঙ্গিত—সব মিলিয়ে টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন: প্রেমের পথ কি সত্যিই ফুরোল, নাকি গল্পের আসল মোড় এখনও বাকি?