রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে পুরুলিয়া শিমুলিয়া শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। এর ফলে গত প্রায় ৪ মাস ধরে মৃতদেহ সৎকারে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন পুরুলিয়া শহর সংলগ্ন এলাকার সাধারণ মানুষ।
পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়া এলাকায় ২০১৯ সালে এই বৈদ্যুতিক চুল্লিটি গড়ে ওঠে। শুরুতে এটি ঠিকঠাক চললেও, মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকত। যদিও সেই সময় পুরুলিয়া পৌরসভা দ্রুত ব্যবস্থা নিত। কিন্তু বর্তমানে পরিস্থিতি গুরুতর, কারণ প্রায় চার মাস ধরে পরিষেবা সম্পূর্ণ বন্ধ।
পরিস্থিতির বিস্তারিত:
দু’টি চুল্লিই বিকল: এই শ্মশানে মোট দু’টি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। কোভিডের সময় থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে একটি চুল্লি খারাপ হয়ে পড়েছিল। চার মাস আগে দ্বিতীয় চুল্লিটিও খারাপ হয়ে যাওয়ায় সম্পূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যায়।
অভিযোগ: সাধারণ মানুষের অভিযোগ, মূলত রক্ষণাবেক্ষণের অভাবেই এই সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়েছে।
ভোগান্তি: বর্তমানে অধিকাংশ স্থানেই বৈদ্যুতিক চুল্লিতে দেহ সৎকার করা হয়। সেগুলি বিকল হয়ে পড়ে থাকায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।
পুরুলিয়া পৌরসভা এই সমস্যাটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। এখন দেখার বিষয়, কবে এই সমস্যা দূর হয় এবং শ্মশানের পরিষেবা আবার স্বাভাবিক হয়।