পশ্চিমবঙ্গের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্য বালাভূতে আবারও এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। পরিবারের দাবি, নামের বানানে ভুল থাকার কারণে এসআইআর (SIR) আতঙ্কে আত্মহত্যা করেছেন স্থানীয় বাসিন্দা হাসানা বিবি। এই ঘটনাকে ঘিরে রাজ্যে আবারও রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে।
পরিবার ও তৃণমূলের দাবি
আত্মীয় পরিজনদের বক্তব্য, হাসানা বিবির কাছে থাকা ভোটার কার্ড এবং আধার কার্ডে তাঁর নামের বানানে ভুল ছিল। এই কারণে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক আতঙ্কে ভুগছিলেন। এমনকি তাঁর দুই ছেলের নথিতেও প্রথমে ভুল ছিল, যদিও সেগুলি পরে ঠিক করা হয়েছিল। হঠাৎ করেই ওই মহিলা আত্মঘাতী হন।
হাসানা বিবির মৃত্যুর খবর পেয়েই হাসপাতালের মর্গে ছুটে যান তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সন্ধ্যায় তাঁর বাড়িতে যান রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের দাবি, এই মৃত্যু ‘এসআইআর আতঙ্কে’ হয়েছে।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “উনি আত্মহত্যা করেছেন। অনেক বিএলও (BLO) আত্মহত্যা করেছেন। বিজেপি যেভাবে মানুষকে আতঙ্কে ফেলেছে, আর নির্বাচন কমিশন বিজেপিকে এই ছাড়পত্র দিয়েছে যাতে তারা মানুষকে আতঙ্কিত করতে পারেন। বিজেপি দল এবং কমিশনের আমরা নিন্দা করছি।”
বিজেপির পাল্টা অভিযোগ
অন্যদিকে, বিজেপির নেতা বিরাজ বোস এই দাবিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনেছেন।
বিরাজ বোস বলেন, “তৃণমূল কোনও না কোনও ইস্যু পেলেই বিজেপির উপর ঝাঁপিয়ে পড়ে। তৃণমূল বুঝে গেছে দুজায়গায় নাম আছে তাই আত্মহত্যা করেছে? ওরা সব আগেই বুঝে যায়? মানুষকে ভুল বুঝিয়ে ভোট পাওয়া যায় না।”
প্রসঙ্গত, এর আগেও রাজ্যে SIR বা ভোটার তালিকা সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনকি বিএলওদেরও আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল।