মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার বিস্ফোরক ঘোষণার পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি তীব্র আক্রমণ করে নতুন বিতর্ক সৃষ্টি করলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ছড়িয়েছে।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জনসমক্ষে এক বিতর্কিত মন্তব্য করে বলেন, “এবার মুর্শিদাবাদেই তৈরি হবে বাবরি মসজিদ।” এই মন্তব্যের পরই তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করেন এবং তাঁকে তীব্র কটাক্ষ করেন।
সংবাদ সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী, হুমায়ুন কবীর রাজ্যপালকে ‘দালাল’ এবং ‘বিজেপির এজেন্ট’ বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, রাজ্যপাল সাংবিধানিক পদের মর্যাদা না রেখে পক্ষপাতমূলক আচরণ করছেন।
মুর্শিদাবাদের মতো স্পর্শকাতর এলাকায় বাবরি মসজিদ নিয়ে এই ধরনের বিতর্কিত ঘোষণা এবং রাজ্যপালকে সরাসরি আক্রমণে তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে। নির্বাচনের আগে হুমায়ুন কবীরের এই মন্তব্য রাজ্যের সাম্প্রদায়িক রাজনীতিতে নতুন করে উত্তাপ যোগ করল।