মর্মান্তিক! উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় দুমড়েলো গাড়ি, একসঙ্গে ৪ জন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, ২ জন বাঙালি

উত্তরপ্রদেশের আমরোহায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা, যেখানে প্রাণ হারালেন চারজন তরুণ ডাক্তারি পড়ুয়া। মৃতদের মধ্যে দু’জন বাঙালি শিক্ষার্থীও রয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস (MBBS) পাঠরত ছাত্র ছিলেন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ আমরোহা জেলার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কে। জানা যায়, চার বন্ধু মিলে গাড়িতে ঘুরতে বেরিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাদের দ্রুতগামী গাড়িটি। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহত চার পড়ুয়ার নাম পুলিশ সূত্রে জানা গেছে— অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস। আধার কার্ড দেখে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কলকাতার বাসিন্দা অর্ণব চক্রবর্তী এবং ত্রিপুরার বাসিন্দা সপ্তর্ষি দাস বাঙালি ছিলেন।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের পাশাপাশি রাজবপুর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দেহগুলি গাড়ি থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে। গাড়ির ভেতর থেকে বেশ কয়েকটি মদের বোতল এবং চিপ্‌সের প্যাকেট উদ্ধার হয়েছে। এই সূত্র ধরেই পুলিশ অনুমান করছে যে, পড়ুয়ারা সম্ভবত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়ঙ্কর পরিণতি হয়েছে। পুলিশ মৃতদের পরিবারকে খবর দিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy