ভারতকে হারিয়েই হুঁশিয়ারি বাভুমার! ‘টিম গেমে আত্মবিশ্বাস বাড়ল, শেষ ম্যাচে সিরিজ জমিয়ে দেব’

রায়পুরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলে ৩৫৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। এই দুরন্ত জয়ের পর মুখ খুলেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি এই ঐতিহাসিক জয়কে দলগত প্রচেষ্টার ফসল হিসেবে অভিহিত করেছেন এবং একই সঙ্গে শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন।

🗣️ বাভুমার প্রতিক্রিয়া:

ঐতিহাসিক জয়ের পর বাভুমা দলের পারফরম্যান্স নিয়ে যা বলেছেন:

লক্ষ্য পূরণ: “লক্ষ্যে পৌঁছতে পেরে ভালো লাগছে। আসলে ম্যাচ শুরুর আগে থেকেই আমাদের লক্ষ্য ছিল, ভালো বোলিং করে যেতে হবে। ব্যাটিং নিয়ে দলের খুব একটা চিন্তা ছিল না।”

আত্মবিশ্বাস বৃদ্ধি: “কিন্তু এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস জোগাড় করেছি। এবার কিন্তু সত্যিই সিরিজ় জমিয়ে দিতে পারব। এই জয়টা নিঃসন্দেহে দুর্দান্ত।”

দায়িত্বশীল ইনিংস: তিনি বিশেষভাবে এইডেন মার্করামের ইনিংসের প্রশংসা করে বলেন, “এইডেন মার্করামের ইনিংসের কথা তো আলাদা করে বলতেই হবে। খুব দায়িত্ব নিয়ে খেলেছে ও।”

টেস্ট সিরিজের প্রভাব: বাভুমা জানান, সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ় তাঁদের মধ্যে একটি আলাদা মাত্রায় আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছে, যা প্রতিমুহূর্তে দলের কাজে লাগছে।

🏏 সিরিজের ফল ও ফাইনাল ম্যাচ:

বুধবার দক্ষিণ আফ্রিকার জয়ের পর সিরিজের ফল এখন ১-১। আগামী শনিবার বিশাখাপত্তনমে চলতি সিরিজ়ের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেইদিন যে দল জিতবে, তারাই একদিনের সিরিজ়ে চ্যাম্পিয়ন হবে। ফলে, বাভুমার কথায়, সিরিজ এখন সত্যিই জমজমাট!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy