বাথরুমে টুথব্রাশ রেখে কি ভুল করছেন জানেন? তাহলে পড়ুন

দাঁত পরিষ্কার রাখতে নিয়মিত ব্রাশ করার বিকল্প নেই। তবে দৈনিক দাঁত ব্রাশ করার পর তা সংরক্ষণের বিষয়ে সবার মধ্যে গাফিলতি দেখা যায়।

অনেকেই বাথরুমেই ব্রাশ হোল্ডারে রাখেন টুথব্রাশ। অথচ পরিষ্কার স্থানে টুথব্রাশ না রাখলে সংক্রমণ ছড়াতে পারে। টুথব্রাশ রাখার ক্ষেত্রে কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত জেনে নিন-

>> কমোডের পাশে কখনো টুথব্রাশ রাখবেন না। এই স্থানে জলীয়বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি। ফলে ব্রাশে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে।

>> ব্রাশে ঢাকনা লাগিয়ে রাখলেও জীবাণুর বংশবৃদ্ধির আশঙ্কা বাড়ে। তবে ব্রাশের ঢাকনাও মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে।

>> আবার একাধিক টুথব্রাশ একসঙ্গে রেখে দিলেও বিপদ হতে পারে। কারণ এক্ষেত্রে এক টুথব্রাশ থেকে অন্য টুথব্রাশে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy