পশ্চিমবঙ্গে যেমন জোরকদমে চলছে স্পেশাল এনরোলমেন্ট রিভিশন (SIR), তেমনই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অসমে চলছে ভোটার তালিকার স্পেশাল রিভিশন (SR)। এই ঝাড়াই-বাছাইয়ের সময়ই ধরা পড়েছে এক হৃদয় বিদারক চিত্র। বলা ভালো, এক টুকরো গভীর আবেগ যেন উঠে এসেছে সরকারি নথির কাগজে। গুয়াহাটির এক বুথ লেভেল অফিসার (BLO)-এর এমন মানবিক পদক্ষেপকে কুর্ণিশ জানাচ্ছে নেটপাড়া।
মাত্র দু’মাস আগেই অসম হারিয়েছে তার ভূমিপুত্র, জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে। তাঁর এমন অকালমৃত্যু এখনও মেনে নিতে পারেননি কোটি কোটি অনুরাগী। ঠিক তেমনই এক আবেগপ্রবণতা ধরা পড়েছে গুয়াহাটির BLO মহম্মদ তাফিজ উদ্দিনের কাজে।
মৃত নয়, লেখা হলো ‘অমর’:
ভোটার তালিকার সংশোধনের জন্য সম্প্রতি জুবিন গর্গের বাড়িতে গিয়েছিলেন BLO মহম্মদ তাফিজ উদ্দিন। জুবিনের বাড়িতে পা রাখতেই তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। তালিকায় জুবিনের নামের পাশে ‘মৃত’ শব্দটি লিখতে গিয়ে তাঁর হাত কেঁপে ওঠে। আর তখনই তিনি সিদ্ধান্ত নেন, মৃত তিনি লিখবেন না; এসআর (SR) তালিকায় জুবিনের নামের পাশে লেখা থাকবে “আপনি চিরকাল অমর হয়ে থাকবেন”।
বিএলও জানিয়েছেন, “জুবিনের চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। ওকে মৃত লেখাটা খুব কঠিন। ভোটার তালিকায় নাম যাচাইয়ের সময় নিজেকে ধরে রাখতে পারিনি, তাই এমনটা করেছি।” সোশ্যাল মিডিয়ায় সেই সরকারি নথির ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। জুবিনের অনুরাগীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের কাছে অনুরোধ করেছেন যেন সত্যিই ভোটের তালিকায় জুবিনকে মৃত না লেখা হয়।