খাস কলকাতায় ফের শূন্যে গুলি! সামান্য অটো সরানো নিয়ে গণ্ডগোল, আতঙ্কে সিঁথি এলাকার বাসিন্দারা, কী বলছে পুলিশ?

কলকাতা আবারও গুলি-কাণ্ডের সাক্ষী! মঙ্গলবার রাতে সিঁথি থানা এলাকার সেভেন ট্যাঙ্ক অঞ্চলে শূন্যে গুলি চালানোর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেভেন ট্যাঙ্ক এলাকার এক ব্যক্তির বাড়ির সামনে অটো রাখা নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত।

অটোচালক পকেট থেকে বার করলেন বন্দুক:

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে থেকে অটো সরাতে বলাতেই বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই অটোচালক পকেট থেকে বন্দুক বার করে শূন্যে গুলি চালান। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ওই অটোচালকের কাছে বন্দুক কোথা থেকে এল, এবং তিনি কোনো গ্যাং-এর সঙ্গে জড়িত কিনা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পরপর ঘটনায় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা:

সিঁথি, বরানগর সংলগ্ন এলাকায় বিগত কয়েক সপ্তাহে পরপর ঘটে যাওয়া হিংসার ঘটনা স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

পরিবহন কর্মীকে গুলি: কিছুদিন আগেই বরানগরে বিকাশ মজুমদার নামে এক বাস কন্ডাক্টরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। বাইকে করে এসে দুই যুবক গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দিয়েছিল। যদিও পুলিশ পরে ওই ঘটনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই ব্যক্তির স্ত্রীকেই আটক করে।

স্বর্ণ ব্যবসায়ী খুন: এর আগেও বরানগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল।

এই পরপর গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কিত। মঙ্গলবার রাতের ঘটনায় নতুন করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy