২০২৬ টার্গেট! ‘কঠোর পরিশ্রম করে জনগণের কাছে পৌঁছান’, বঙ্গ বিজেপি সাংসদদের নির্দেশ মোদির

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘বাংলা বিজয়’-এর লক্ষ্য নিয়ে এগোতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে কঠোর পরিশ্রম ও নিবিড় জনসংযোগ স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সংসদে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।জনসংযোগ ও সহিংসতার মোকাবিলাপ্রধানমন্ত্রী বৈঠকে সাংসদদের জন যোগাযোগ এবং জনসম্পর্ক বৃদ্ধিতে মনোনিবেশ করতে বলেছেন। তৃণমূল পর্যায়ের ঘটনাগুলিকে দৃঢ়ভাবে মোকাবিলা করার নির্দেশও তিনি দেন।২০২৬ নির্বাচন প্রস্তুতি: প্রধানমন্ত্রী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য সাংসদদের বিস্তারিত পরিকল্পনা তৈরি করে মাঠে নেমে কাজ শুরু করতে বলেছেন।সহিংসতার প্রচার: সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার মতো ঘটনাগুলিকে কার্যকরভাবে তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে অভিযুক্ত সহিংসতা সম্পর্কে মানুষকে অবগত করারও তিনি নির্দেশ দেন।অসমের সাংসদদেরও পরামর্শএর আগে গতকাল প্রধানমন্ত্রী মোদী তাঁর দফতরে অসমের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গেও আলোচনা করেন। ২০২৬ সালে অসমেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।কার্যক্রম পর্যালোচনা: প্রধানমন্ত্রী অসমের সাংসদদের সংসদীয় কার্যক্রম পর্যালোচনা করে জনগণের মধ্যে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।জনসম্পৃক্ততা বৃদ্ধি: সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন। মানুষের সঙ্গে সংযোগের কার্যকর উপায় হিসেবে তিনি ক্রীড়া উৎসব ও সোশ্যাল মিডিয়া প্রচারের কথা উল্লেখ করেন।২০২৬ নির্বাচন ও আসন সংখ্যা২০২৬ সালে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে মোট আসন সংখ্যা নিম্নরূপ:রাজ্যমোট আসন সংখ্যাপশ্চিমবঙ্গ২৯৪অসম১২৬কেরল১৪০তামিলনাড়ু২৩৪পণ্ডিচেরি৩০অসমে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy