অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপের কারণে ফের অসুস্থ হয়ে পড়লেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বুথ লেভেল অফিসার (BLO) অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, তিনি ডোমজুড়ের মাকড়দহ রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
পরিবারের উদ্বেগের কারণ: অতিরিক্ত কাজের চাপ
অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবার জানিয়েছে, শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএলও (BLO) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সময় ভোটার তালিকা সংক্রান্ত কাজ, ভোটারদের তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়নের চাপ তাঁর ওপর অনেক বেশি ছিল।
পরিবারের দাবি, এই অতিরিক্ত চাপ এবং ক্রমাগত মানসিক অবসাদের কারণেই তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে।
অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী জানান:
“আমরা সব সময় চেষ্টা করেছি তাঁকে বিশ্রাম দিতে, কিন্তু দায়িত্বের চাপের কারণে তিনি নিজেকে অবসন্ন এবং ক্লান্ত বোধ করছিলেন। হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটায় আমরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বর্তমানে স্থিতিশীল, তবে আরও কিছু দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে।”
স্থানীয়দের দাবি ও প্রতিক্রিয়া
অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, BLO হিসেবে অনির্বাণবাবু সবসময় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ভোটারদের তথ্য নিয়মিত আপডেট করতেন এবং সকলের সমস্যার সমাধানের চেষ্টা করতেন।
এলাকার বাসিন্দাদের মতে:
“তাঁর কাজের প্রতি নিষ্ঠা প্রশংসনীয়, কিন্তু দীর্ঘ সময় ধরে এই অতিরিক্ত দায়িত্বের কারণে তাঁর স্বাস্থ্য আজ বিপন্ন। কর্তৃপক্ষের উচিত শিক্ষকদের ওপর থেকে BLO-এর মতো বাড়তি কাজের চাপ কমানো।”
বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং পরিবার দ্রুত তাঁর আরোগ্য কামনা করছে।