স্বস্তি উধাও: ২৪ দিনের যন্ত্রণা মিটতেই ফের বিষবাষ্প! গুরুতর (Severe) স্তরের মুখে দিল্লিবাসীর স্বাস্থ্য

শীতের সকালে স্বস্তির বদলে আবারও চরম অস্বস্তিতে ঘুম ভাঙল রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য অনুযায়ী, দিল্লির বায়ুমান সূচক (AQI) ফের ‘ভীষণ খারাপ’ (Very Poor) শ্রেণিতে প্রবেশ করেছে এবং বিপজ্জনক ‘গুরুতর’ (Severe) স্তরের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে।

সিপিসিবি-র ‘সমীর’ (Sameer) অ্যাপের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল ৭টা নাগাদ দিল্লির গড় AQI ছিল ৩৭৬। যদিও এটি ‘ভীষণ খারাপ’ শ্রেণিভুক্ত, তবে শহরের একাধিক হটস্পটে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ।

৪০৫ পার একাধিক এলাকায়: পুরোনো দিল্লির চাদনি চক এলাকায় AQI রেকর্ড করা হয়েছে ৪৩১, যা সরাসরি ‘গুরুতর’ বিভাগের অন্তর্ভুক্ত। এই ভয়ঙ্কর দূষণের কারণে সকাল থেকেই এলাকাটি স্মগের পুরু চাদরে ঢাকা ছিল। এছাড়া, জাহাঙ্গীরপুরীতে AQI ছিল ৪০৬ এবং জওহরলাল নেহরু (JLN) স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই মান ঠেকেছে ৪০৫-এ। উল্লেখ্য, AQI ৪০০ পার করলেই তা ‘গুরুতর’ বা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক শ্রেণিতে চলে যায়।

ক্ষণস্থায়ী স্বস্তি, ফিরল উদ্বেগ: গত সপ্তাহান্তে জোরালো বাতাসের প্রভাবে টানা ২৪ দিন ধরে চলা ‘ভীষণ খারাপ’ দশা কাটিয়ে AQI কিছুটা কমে ‘খারাপ’ স্তরে নেমে এসেছিল। কিন্তু সেই স্বস্তি মাত্র দুই দিনেই উধাও। সোমবার সকাল থেকেই বাতাসের গুণমান আবার দ্রুত খারাপ হতে শুরু করেছে, যা ফের শহরের নাগরিকদের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ বাড়িয়েছে।

এই পরিস্থিতিতে চিকিৎসকেরা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা থাকা ব্যক্তিদের একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং অবশ্যই মানসম্পন্ন মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy