ISI-কে তথ্য সরবরাহের অভিযোগ! গুরুগ্রামের আইনজীবীকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার ‘হাওয়ালা’ পথে আসা বিপুল অর্থ

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগে গুরুগ্রামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। রিজওয়ান নামে ওই আইনজীবীর সঙ্গে আইএসআই-এর যোগ এবং আর্থিক লেনদেনের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ দাবি করেছে, রিজওয়ান দীর্ঘদিন ধরেই পাকিস্তানি হ্যান্ডলারদের কাছ থেকে ‘হাওয়ালা’ পথে টাকা তুলে পঞ্জাব-সহ অন্যান্য এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ (Terror Funding) শক্তিশালী করতে সাহায্য করছিলেন।

বন্ধুর তথ্যে ফাঁস হলেন রিজওয়ান
তদন্তে জানা গিয়েছে, রিজওয়ানের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-আইনজীবী মুশারফ ওরফে পারভেজই প্রথম পুলিশকে রিজওয়ানের বিভিন্ন সন্দেহজনক যাতায়াত ও আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য দেন। মুশারফ জানান, ২০২২ সালে সোহনা কোর্টে ইন্টার্নশিপ করার সময় রিজওয়ানের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়।

মুশারফ পুলিশের কাছে দাবি করেন যে চলতি বছরের জুলাই মাসে তাঁরা দু’জনে অমৃতসরের ওয়াঘা সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন। সেখানে স্বর্ণ মন্দির (Golden Temple) চত্বরে দু’চাকায় আসা কিছু লোকের কাছ থেকে রিজওয়ান একটি টাকার ব্যাগ সংগ্রহ করেন। এর পর অগস্ট মাসেও অমৃতসরে গিয়ে মাঝরাতে রিজওয়ান ‘টাকা আনতে যাচ্ছেন’ বলে হোটেল থেকে বেরিয়ে যান। মুশারফ আরও জানান, মোট সাত বার অমৃতসর ভ্রমণ করেছেন রিজওয়ান এবং বিভিন্ন সময়ে গাড়ি করে আসা ব্যক্তিদের থেকে টাকা সংগ্রহ করেছেন।

কোটি টাকার হাওয়ালা নেটওয়ার্ক
জিজ্ঞাসাবাদে রিজওয়ান স্বীকার করেন, তিনি মোট ৪১ লক্ষ টাকা নগদ সংগ্রহ করেছিলেন, যা তিনি অজয় অরোরা নামে এক ব্যক্তির হাতে তুলে দেন। তদন্তকারীরা রিজওয়ানের ল্যাপটপ ও মোবাইল ফোনে সন্দেহজনক লেনদেনের তথ্য খুঁজে পেয়েছেন।

পুলিশ মনে করছে, পাকিস্তানি হ্যান্ডলারদের পাঠানো কোটি টাকার ‘হাওয়ালা’ অর্থ রিজওয়ানের মাধ্যমে ঘুরত, যার একটি বড় অংশ ব্যবহার হত পঞ্জাবে সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে শক্তিশালী করতে। তাঁর নামে থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর একটি অ্যাকাউন্ট কয়েক মাস আগে লেনদেনের সীমা ছাড়ানোর কারণে বন্ধ হয়ে গিয়েছিল।

গ্রেফতার আরও তিন জন
দিকে, পাকিস্তানি গুপ্তচরবৃত্তির এই মামলায় অমৃতসর থেকে আরও তিন জনকে গ্রেফতার করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)—সন্দীপ সিং ওরফে গগন, অমরদীপ সিং এবং জশকরণ সিং। অভিযোগ, এই তিনজনই পাকিস্তানের হ্যান্ডলারদের পাঠানো হাওয়ালা অর্থ রিজওয়ানের কাছে পৌঁছানো এবং পঞ্জাবে দেশবিরোধী কার্যকলাপের (Anti-National Activities) জন্য অর্থের জোগান দেওয়ার দায়িত্বে ছিলেন। পুলিশ নুহ ও পঞ্জাবজুড়ে একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, এই নেটওয়ার্কটি বেশ বড় এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy