ইন্ডিয়ান সুপার লিগ (ISL) সহ ভারতীয় ফুটবলের ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের সঙ্কট মেটাতে বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। দিল্লীতে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সমস্ত প্রধান প্রতিনিধিরা অংশ নেবেন।
এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম বড় সংকট হলো আইএসএল সহ ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য বাণিজ্যিক পার্টনার খুঁজে না পাওয়া। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে ‘মাস্টার রাইট চুক্তি’ নবীকরণের বিষয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায়, বর্তমান আইএসএল আয়োজক – রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং স্টার স্পোর্টসের যৌথ মালিকানাধীন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) তাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে।
নতুন স্পনসরের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) টেন্ডার ডাকলেও কেউ এগিয়ে আসেনি। ফলস্বরূপ, আইএসএল কবে শুরু হবে, তা নিয়ে এখনও কারও কাছেই স্পষ্ট কোনও ধারণা নেই। ইতিমধ্যেই ফুটবলার এবং কোচরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এরপরই কেন্দ্রীয় সরকার এই সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে প্রস্তুত বলে ঘোষণা করে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর ডাকা আজকের বৈঠকে এআইএফএফ কর্তা, আইএসএল-এর ক্লাব কর্তৃপক্ষ এবং প্রাক্তন বিজনেস পার্টনাররা অংশ নেবেন। এছাড়া সুপ্রিম কোর্ট নিযুক্ত ‘বিড ইভ্যালুয়েশন কমিটির’ চেয়ারম্যান বিচারপতি এল. নাগেশ্বর রাও এবং নতুন টেন্ডার প্রস্তুতকারী ‘ট্রানজ্যাকশন অ্যাডভাইজার’ কেপিএমজি-কেও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। আজকের এই বৈঠকের ফলাফলের ওপরই আইএসএল-এর ভাগ্য নির্ভর করছে।