উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে আবারও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাংলাদেশি নাগরিক আনোয়ার মোড়ল স্থানীয় নূরআলি মোড়লকে নিজের বাবা সাজিয়ে জালিয়াতির মাধ্যমে ভোটার কার্ড-সহ একাধিক সরকারি সুবিধা ভোগ করছিলেন। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ইলেকশন কমিশন।
জানা গিয়েছে, আনোয়ার মোড়ল নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য নূরআলি মোড়লের ব্যক্তিগত নথি ব্যবহার করেছেন। তবে সম্প্রতি নূরআলি মোড়ল বিস্ফোরক দাবি করেছেন, আনোয়ার তাঁর সন্তান নন। তাঁর অভিযোগ, আনোয়ার মোড়ল সম্পূর্ণ বেআইনিভাবে তাঁর পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছিলেন।
এই গুরুতর অভিযোগের পরই পাল্টা দাবি তুলেছেন আনোয়ারের স্ত্রী। তবে তিনি কী দাবি করেছেন, তা এখনও স্পষ্ট নয়। এক বাংলাদেশি নাগরিকের সরকারি নথি জাল করে ভোটার কার্ড এবং অন্যান্য সুবিধা গ্রহণের অভিযোগ ওঠায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে নির্বাচন কমিশন।
সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অনুপ্রবেশ এবং জালিয়াতির ঘটনা সামনে আসায় স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। কমিশন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তদন্তে আনোয়ারের পরিচয় এবং সরকারি নথি প্রাপ্তির প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।