রাজ্যের ভোটার তালিকা সংশোধন পর্ব অর্থাৎ SIR (Special Summary Revision) শুরু হওয়ার পর থেকেই একাধিক গরমিলের খবর আসছিল। এবার আরও এক অস্বাভাবিক পরিসংখ্যানে চমকে উঠেছে নির্বাচন কমিশন। রাজ্যের মোট ২,২০৮টি বুথে একটিও ‘আন-কালেক্টবল’ ফর্ম (Uncollectible Form) নেই বলে তথ্য এসেছে কমিশনের হাতে। অর্থাৎ, এই বুথগুলিতে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার বা স্থানান্তরিত (ট্রান্সফার্ড) ভোটারের কোনো ফর্ম জমা পড়েনি—যা কমিশনের কাছে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হয়েছে।এই অস্বাভাবিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেছেন। এই ২,২০৮টি বুথে কীভাবে একটিও আন-কালেক্টবল ফর্ম নেই, সেই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।কেন এই অস্বাভাবিকতা?কমিশনের কাছে প্রশ্ন উঠেছে—২০২৫ সালের জন্য যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, সেখানে কোনো বুথে কোনো মৃত ভোটার থাকবেন না, বা কেউ অন্য কোথাও চলে যাননি—সেটা কি আদৌ সম্ভব? এই বুথগুলি থেকে সমস্ত এনুমারেশন ফর্ম ফিরে এসেছে এবং সব ফর্মের ডিজিটাইজেশন হয়েছে। এখানেই কমিশন মনে করছে, হয়তো এই ফর্মগুলি সঠিকভাবে সংগ্রহ বা যাচাই করা হয়নি।কোথায় ফর্ম শূন্য বুথ সবচেয়ে বেশি?এই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৭৬০টি বুথে আন-কালেক্টবল ফর্ম শূন্য বলে তথ্য এসেছে। এরপরে যে জেলাগুলির নাম রয়েছে:জেলাফর্ম শূন্য বুথের সংখ্যাপুরুলিয়া২২৮টিমুর্শিদাবাদ২২৬টিমালদা২১৬টিনদিয়া১৩০টিবাঁকুড়া১০১টিহাওড়া৯৪টিপূর্ব মেদিনীপুর৯০টিবীরভূম৮৬টিউত্তর ২৪ পরগনা৮২টিজলপাইগুড়ি৫৬টিহুগলি৫৪টিদক্ষিণ দিনাজপুর৪০টিপশ্চিম মেদিনীপুর১৫টিউত্তর দিনাজপুর১১টিপূর্ব বর্ধমান৯টিআলিপুরদুয়ার৩টিকোচবিহার২টিদার্জিলিং২টিকালিম্পং/পশ্চিম বর্ধমান১টি করেএই পরিস্থিতিতে কমিশন নির্দেশ দিয়েছে, এই ২,২০৮টি বুথে বিশেষ নজর দিয়ে অতি দ্রুত রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট পাওয়ার পরই কমিশন এই বুথগুলির ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেবে।
Home
OTHER NEWS
‘আন-কালেক্টবল’ ফর্ম শূন্য ২,২০৮টি বুথ! নির্বাচন কমিশনের সন্দেহ, জেলাশাসকদের কাছে জরুরি রিপোর্ট তলব