‘বাংলায় শিল্প নেই, রোজগার কম’! করদাতার সংখ্যা কমা নিয়ে মোদী সরকারের ‘উপহার’ তত্ত্ব, পালটা তৃণমূলের তোপ

বাংলায় করদাতার সংখ্যা কমে যাওয়ার তথ্য তুলে ধরে এবার রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁচা দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর বক্তব্য, বাংলায় শিল্প ও কর্মসংস্থান নেই, তাই উপার্জন কম। তবে এই তথ্যের পাল্টা জবাব দিতে ময়দানে নেমেছে তৃণমূল, এবং অভিযোগ তুলেছে বকেয়া টাকা আটকে রাখার। এই বিতর্ক নিয়েই রাজ্য রাজনীতিতে চড়েছে নতুন উত্তেজনা।

বিজেপি-র ‘উপহার’ তত্ত্ব:

করদাতার সংখ্যা কমা নিয়ে সাংবাদিক বৈঠক করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। তিনি জানান, ২০১৪-২৫ সালের অ্যাসেসমেন্টে (যা গত মার্চ মাসে শেষ হয়েছে) করদাতার সংখ্যায় যে বৃদ্ধি হয়েছিল ২ লক্ষ, তার আগের বছর সেই বৃদ্ধি ছিল ৩ লক্ষ—অর্থাৎ তা কমেছে।

বিধায়ক অশোক লাহিড়ীর দাবি, এর কারণ হলো মোদী সরকারের কর ছাড়ের সুবিধা। তাঁর মতে, “বাংলার মধ্যবিত্ত মানুষের জন্য করে যদি ছাড় মেলে, তাহলে তো ট্যাক্স রিলিফ হল। এটা মোদী সরকারের উপহার।”

অমিত মালব্যের বক্তব্য, বাংলায় শিল্প ও কর্মসংস্থান কম থাকায় উপার্জনও কম হচ্ছে। এই আবহেই মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছে রাজ্য।

৬.৫ লক্ষ কোটি টাকার পাল্টা তথ্য তৃণমূলের:

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে কর সংক্রান্ত বিস্তারিত তথ্য দেন। তাঁর দাবি, গত সাত বছরে কেন্দ্র প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, কিন্তু বিনিময়ে রাজ্যের বকেয়া প্রায় ২ লক্ষ কোটি টাকা দেয়নি।

অভিষেকের দেওয়া আর্থিক খতিয়ান অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রাজ্য প্রতি বছর ক্রমান্বয়ে ৬৩ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ ২২ হাজার কোটি টাকা পর্যন্ত কেন্দ্রীয় কোষাগারে জমা দিয়েছে। অভিষেকের এই তথ্য তুলে ধরার পরই অমিত মালব্য করপ্রদান নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

তৃণমূলের পাল্টা অভিযোগ:

অমিত মালব্যের খোঁচায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য মোদী সরকার সর্বোতভাবে চক্রান্ত করছে। বাংলাকে ভাতে মারছে। বাংলায় যাতে কোনো শিল্প না আসে, তার জন্য চেষ্টা চালাচ্ছে।”

জয়প্রকাশ মজুমদার আরও বলেন, “অন্যদিকে দেখা যাচ্ছে, MSME-তে প্রথম বাংলা। একাধিকক্ষেত্রে প্রথম বাংলা। অমিতবাবু একটা মিথ্যা তথ্যের ওপর টুইট করে বলে দিচ্ছেন। কিন্তু বাংলা থেকে কত ট্যাক্স নিয়ে যাচ্ছেন, সেটা আগে দেখতে হবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy