বিতর্কিত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে দিতিপ্রিয়া রায়ের প্রস্থানের পর দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে—কে হবেন ‘আর্য’ জীতু কমলের নতুন অপর্ণা? নানা জল্পনার পর অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। এখন থেকে অপর্ণার চরিত্রে অভিনয় করবেন মঞ্চাভিনেতা শিরিন পাল।
কে এই শিরিন পাল?
ছোটপর্দায় তাঁকে প্রায় নতুন বলাই যায়। তবে তিনি নবাগতা নন। ঝাড়গ্রামের মেয়ে শিরিন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অভিনয়ের শুরু থেকেই তাঁর প্রধান ক্ষেত্র ছিল থিয়েটার। তিনি ঝাড়গ্রামের ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে ওটিটি-র মাইক্রোসিরিজ ‘বুলেটের ফাঁদ’-এও অভিনয় করেছেন শিরিন।
নিজের নতুন সফর প্রসঙ্গে শিরিন বলেন:
“আমার বেড়ে ওঠা, ইস্কুল—সবটাই ঝাড়গ্রামে। কলকাতায় এসেছি প্রায় পাঁচ বছর। অভিনয়ের শুরুটা থিয়েটার থেকেই। টিভির পর্দায় এটাই প্রথম কাজ। আশা করি অনেক কিছু শিখতে পারব।”
ছোটপর্দায় প্রথম কাজ, তাও নায়িকার ভূমিকায়—গোটা বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত শিরিন।
নতুন লুকে শিরিন-জিতু
চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা নতুন লুকে জীতু কমলের পাশে শিরিনকে দেখা গিয়েছে। গোলাপি সালোয়ার-কামিজে তাঁর উপস্থিতি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রযোজনার পক্ষ থেকেও ইতিমধ্যেই দু’জনের প্রথম লুক শেয়ার করা হয়েছে। এখন জীতুর সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন কতটা জনপ্রিয় হয়, সেটাই দেখার বিষয়।
নতুন প্রোমোতে গল্পের নাটকীয় মোড়ের ইঙ্গিত মিলেছে। প্রোমোতে দেখা যাচ্ছে, আর্য শুনছে যে অপর্ণার দেহ পাওয়া গিয়েছে। এই নাটকীয় মোড়েই কি নতুন অপর্ণার প্রবেশ ঘটবে—সেই অপেক্ষায় দর্শক।
দিতিপ্রিয়ার প্রস্থানের কারণ
উল্লেখ্য, দিতিপ্রিয়া রায় শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। শোনা গিয়েছিল, জীতু কমলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও তাঁর আপত্তি ছিল, যেখান থেকে বিতর্কের সূত্রপাত হয়। একের পর এক বৈঠকের পরও আর্য-অপর্ণা জুটি ভেঙে যায়। আর্টিস্ট ফোরামও জানিয়েছিল, এমন পরিস্থিতিতে শিল্পীকে কাজ করতে বাধ্য করা অনৈতিক।
তবে দিতিপ্রিয়ার প্রস্থানের পর ধারাবাহিকের জনপ্রিয়তা ধরে রাখতে শিরিনের কাঁধে যে বড় দায়িত্ব, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি কবে থেকে পর্দায় দেখা দেবেন, সে বিষয়ে এখনও চ্যানেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সময় জানানো হয়নি।