দীর্ঘদিন ধরে চলা জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র (Anurager Chhowa Serial) লম্বা যাত্রা শেষ হতে চলেছে। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি পথচলা শুরু হয়েছিল এই মেগার। তবে, হঠাৎ করেই ধারাবাহিক বন্ধের নোটিসে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar), যিনি এই সিরিয়ালে ‘আদিত্য’-র চরিত্রে অভিনয় করেছেন।
শুক্রবার ছিল এই ধারাবাহিকের শেষদিনের শুটিং। ইটিভি ভারতের প্রতিনিধির কাছে সেই ক্ষোভেরই সুর শোনা গেল রাহুলের কণ্ঠে। তিনি বলেন, “খুবই মন খারাপ আমার আজ। সাধারণত কোনো প্রজেক্ট শেষ হলে আমি এতটা কষ্ট পাই না। কারণ, শুরু হয়েছে মানে সেটা শেষ হবে জানি। কিন্তু হুট করে কোনো কারণ ছাড়াই কোনো প্রজেক্ট শেষ হয়ে গেলে খুব কষ্ট হয়। এক্ষেত্রেও সেটাই হয়েছে।”
দর্শকদের কাছ থেকে তাঁর চরিত্রটি যে বিপুল ভালোবাসা পেয়েছে, সেকথা স্বীকার করে রাহুল বলেন, “আদিত্য তিন মাসে এক-দু’বছরের কাজ করে দিয়েছে। তাই দর্শকের অনেক ভালোবাসা পেয়েছে। অনেক মেসেজ, চিঠি, ছবি, মেইল পেয়েছি আমি। সবাইকে এর জন্য ধন্যবাদ।”
পরবর্তী কাজ ও বন্ধুদের নিয়ে আক্ষেপ
পরবর্তী কাজের বিষয়ে প্রশ্ন করা হলে রাহুল মজুমদার বলেন, “আমাদের সকলেরই বেছে কাজ করা উচিত। আমরা কেউই হিট-ফ্লপের ফর্মুলা জানি না। এরপর বেছেই কাজ করব।”
শুটিং সেটের বন্ধুদের কথা স্মরণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। রাহুল বলেন, “আজ আদিত্যকে নিয়ে আর অনেক বন্ধুকে নিয়ে বাড়ি ফিরব। এখানে আমার তিন-চারজন বন্ধু আছে, যাদের সঙ্গে আমি মন খুলে কথা বলতে পারি। পৌষমিতাকে আমি মাঝে মাঝে গণ্ডার বলি। এরকম বন্ধুগুলোকে যেন আবারও পাই, এটাই কামনা।”
হঠাৎ ছন্দপতন
প্রসঙ্গত, রাহুল মজুমদারের কাছে প্রথম অফারটি এসেছিল ধারাবাহিকের মুখ্য চরিত্র, দীপার স্বামীর ভূমিকায় অভিনয় করার জন্য। কিন্তু সেই সময় তিনি ‘খুকুমণি হোম ডেলিভারি’ নিয়ে ব্যস্ত থাকায় কাজটি করতে পারেননি। পরে আবারও সুযোগ আসে, তবে অন্য চরিত্রে। ‘হরগৌরী পাইস হোটেল’ শেষ হওয়ার পরে কিছুদিনের বিরতি নিয়ে তিনি এই ধারাবাহিকে ফেরেন। অভিনেতাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সিরিয়ালটি অনেকদিন চলবে। সর্বোপরি সুদীপা (স্বস্তিকা)-র সঙ্গে তাঁর প্রেম ট্র্যাক বেশ জমে উঠেছিল।
কিন্তু সেই আশ্বাসে ঘটল ছন্দপতন। হঠাতই বন্ধ হয়ে যাওয়ার খবর পান রাহুলসহ সকলেই। আগামী ৩০ নভেম্বর টেলিকাস্ট হবে ধারাবাহিকের অন্তিম পর্ব। বাংলা টেলিভিশনের দর্শক রাহুলকে ভালোবাসে, তাই তাঁর পরবর্তী কাজের জন্য জনমানসে আগ্রহ থাকবে, তা বলাই বাহুল্য।