ভারতের সুদর্শন চক্র শত্রুকে ধ্বংস করতে পারে, উদুপিতে ‘লক্ষ-কণ্ঠ গীতা পাঠ’ অনুষ্ঠানে ‘নয়া ভারত’-এর সংকল্প জানালেন মোদী

কর্ণাটকের উদুপির শ্রীকৃষ্ণ মঠে ‘লক্ষ-কণ্ঠ গীতা পাঠ’ (Laksha Kantha Gita Parayana) অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “নয়া ভারত”–এর শক্তি এবং সংকল্পের কথা তুলে ধরলেন। জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন,

“আমাদের সুদর্শন চক্র যে শত্রুকে ধ্বংস করে দিতে পারে, অপারেশন সিঁদুরে আমরা তা দেখেছি।”

প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘‘আগে এমন সন্ত্রাস হানার পরে সরকার প্রায় কিছুই করত না। কিন্তু এ হল নতুন ভারত। যে ভারত কখনও মাথা নত করেনি, নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে এক পা পিছিয়েও যায় না।’’

শ্রীকৃষ্ণ মঠে মোদী
উদুপিতে রোড শো সেরে মোদী শ্রীকৃষ্ণ মঠে পৌঁছন। সেখানে তিনি লক্ষ-কণ্ঠ গীতা পাঠে অংশ নেন, যেখানে এক লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে শ্রীমদ্ভগবদ্‌গীতার শ্লোক পাঠ করেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সন্ন্যাসী, গবেষক, সাধারণ মানুষ— সবার অংশগ্রহণে এই সম্মিলিত গীতা-পাঠের দৃশ্য দেখে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন এটি ‘‘ভারতের হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের দেবদ্যুতি’’।

মঠে তিনি সোনালি ছাউনি দেওয়া ‘কণক কাবচ’ ও ‘সুবর্ণ তীর্থ মণ্ডপ’ উদ্বোধন করেন। প্রতীকীভাবে পবিত্র এই কণকনা কিঁন্ডি থেকেই ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন সন্ত কনকদাস। মোদী এই দিন শিশুদের আঁকা তাঁর প্রতিকৃতি সংগ্রহ করতে নিরাপত্তা কর্মীদের বিশেষ নির্দেশ দেন।

অযোধ্যা ও উদুপির ভূমিকা
মোদী বলেন, “তিন দিন আগে ছিলাম গীতার ভূমি কুরুক্ষেত্রে। আজ কৃষ্ণভক্তির এই পুণ্যভূমিতে এসে অপরিসীম তৃপ্তি অনুভব করছি।” অযোধ্যা প্রসঙ্গে তিনি বলেন, “ওখানে ধর্মধ্বজা প্রতিষ্ঠিত হয়েছে। রামমন্দির আন্দোলনে উদুপির ভূমিকা গোটা দেশ জানে।” তিনি এ-ও স্মরণ করিয়ে দেন যে উদুপিই একসময় জনসঙ্ঘ ও বিজেপির ‘গুড গভর্ন্যান্স মডেল’-এর ভিত্তি স্থাপন করেছিল। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তিনি ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক দেন।

শেষে মোদীর মন্তব্য, “গীতার বাণী শুধু ব্যক্তিকে পথ দেখায় না, দেশের নীতিনির্ধারণেও আলোকস্তম্ভের কাজ করে।”

পুতিনের ভারত সফর নিশ্চিত
অন্যদিকে, ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর নিশ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রনে আগামী ৪-৫ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ভারত সফরে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রক এই খবরে শিলমোহর দিয়েছে। রুশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy