SIR-এর কাজের চাপে রাজ্যে আরও এক বিএলও’র মৃত্যু! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মুর্শিদাবাদের শিক্ষক জাকির হোসেন

রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR) নিয়ে তৈরি হওয়া তীব্র কাজের চাপের বলি হলেন আরও এক বুথ লেভেল অফিসার (BLO)। পরিবারের দাবি, অত্যধিক কাজের চাপ সহ্য করতে না-পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের দিঘা গ্রামের বাসিন্দা, স্কুল শিক্ষক তথা বিএলও জাকির হোসেনের (৫৪)।

অতিরিক্ত কাজের চাপ ও সার্ভার সমস্যা

জাকির হোসেন খড়গ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং ১৪ নম্বর বুথের বিএলও’র দায়িত্বে ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর-এর এনুমারেশন ফর্ম ওয়েবসাইটে আপলোড করতে গিয়ে সার্ভারে বারবার সমস্যা হচ্ছিল। এই সমস্যার কারণে এবং হাতে সময় কম থাকায় তিনি প্রচণ্ড মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং প্রতিদিন রাত জেগে কাজ করতেন।

এই অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন জাকির হোসেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্কুল শিক্ষক তথা বিএলও জাকির হোসেনের মৃত্যুতে গ্রাম এবং শিক্ষক মহলে চরম উদ্বেগ ছড়িয়েছে।

রাজ্যে বিএলও মৃত্যুর পরিসংখ্যান

গত ৪ নভেম্বর থেকে বাংলায় SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর এ পর্যন্ত বিএলও-র মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জন। পরিবারের অভিযোগ অনুযায়ী:

প্রথম মৃত্যু হয় পূর্ব বর্ধমানের মেমারির নমিতা সাহার (৫০), হৃদরোগে আক্রান্ত হয়ে।

এরপর নদিয়ার কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার (৪৭) আত্মহত্যা করেন।

তারপর জলপাইগুড়ির মালবাজারের শান্তিমুনি এক্কা (৪৮) কাজের চাপ সামলাতে না-পেরে আত্মহত্যা করেন বলে অভিযোগ।

সর্বশেষ, মুর্শিদাবাদের জাকির হোসেনের (৫৪) হৃদরোগে মৃত্যু হলো।

রাজনৈতিক মহলে জল্পনা

রাজ্যে একের পর এক বিএলও-র মৃত্যু কিংবা আত্মঘাতী হওয়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। শুধু বিএলও নয়, এসআইআর আতঙ্কে কান্দি, বহরমপুর, বেলডাঙা এলাকায় ইতিমধ্যে ছ’জন সাধারণ মানুষও আত্মঘাতী হয়েছেন বলে খবর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ ডিসেম্বর জেলায় রাজনৈতিক সভা করতে এসে মুখ্যমন্ত্রী মৃত পরিবারবর্গের সঙ্গে দেখা করবেন। এরমধ্যে আরও এক বিএলও’র প্রাণ যাওয়ায় রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy